২০১৬-১৭ সাল জুড়ে যে ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল টলিউড তা হল টলিপাড়ার প্রথম সারির দুই নায়িকা ও পরিচালকের ত্রিকোণ।
পরিচালক ভালবাসতেন এক নায়িকাকে, তাঁর বিরুদ্ধে ওঠে ঠকানোর অভিযোগ, মনের দুঃখে পরিচালক প্রেমে পড়েন আর এক নায়িকার।
কথা হচ্ছে শুভশ্রী, রাজ ও মিমি চক্রবর্তীর। ২০২৪-এ দাঁড়িয়েও অনেকেরই দাবি, যা রটেছিল তা নেহাতই গসিপ নয়!
শোনা যায়, মিমির সঙ্গে বিচ্ছেদের পর শুভশ্রীর প্রেমে পড়েন রাজ। সব ভালই চলছিল। তবে ইন্ডাস্ট্রিতে এমনিতেও ‘কান ভাঙানোর’ মানুষের সংখ্যা নেহাত কম নয়।
রটে মিমির সঙ্গে বন্ধুত্ব বজায় রাখছেন রাজ। হবু বর প্রাক্তন প্রেমিকার সঙ্গে বজায় রাখছে ভাল সম্পর্ক! এটাই নাকি মেনে নিতে পারেননি শুভশ্রী, শোনা যায় এমনটাই।
হয় ঝামেলা। এমতাবস্থায় রটে, সম্পর্কের টানাপড়েনে জেরবার হয়ে ঘুমের ওষুধ খেয়ে নাকি আত্মহত্যার চেষ্টা করেন মিমি। হাসপাতালেও ভর্তি করতে হয় তাঁকে।
অন্যদিকে হাইল্যান্ডের পার্কের ফ্ল্যাটে লাইটার থেকে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টার অভিযোগ ওঠে শুভশ্রীর বিরুদ্ধেও। যদিও পরবর্তীতে কেউই তা স্বীকার করেননি।
এখন যদিও এ সব অতীত, সম্পর্কে ভাল আছেন ওঁরা। আছেন ভালবাসায়।