৪২ বছর বয়স। জীবনের সেকেন্ড ইনিংস শুরু হয়ে গিয়েছে একদা পর্নস্টার সানি লিওনির। স্বামী এবং তিন সন্তানের সঙ্গে সুখে সংসার করছেন তিনি। হাজার-হাজার পুরুষ এবং নারীর বুকে ব্যথা ধরানো সানির জীবন কাহিনি সিনেমার গল্পের মতো।
১৯৮১ সালের ১৩ মে, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্টারিওতে জন্মগ্রহণ করেন সানি। ভারতীয় শিখ পরিবারের সন্তান তিনি। জন্মের সময় বাবা-মা আদর করে নাম রেখেছিলেন করণজিৎ কৌর বোহরা।
সেই করণজিৎ হলে উঠলেন পরবর্তী সময়ের লাস্যময়ী ব্লু ফিল্ম অভিনেত্রী সানি লিওনি। কে তাঁকে নিয়ে আসেন পর্নোগ্রাফিতে?
লাস্যময়ী, সুন্দর শরীরের অধিকারী সানি লিওনি বালিকাবেলায় নাকি ছিলেন টমবয়। বিশ্বাস হয়! তাঁর শরীর দেখে মনে হত স্রেফ খেলাধুলো করেন। রাস্তায় ছেলেদের সঙ্গে হকি খেলতেন সানি।
পরিবার কট্টর শিখ ধর্মের হলেও ক্যাথলিক স্কুলেই আগাগোড়া পড়াশোনা করেছেন তিনি। বয়ঃসন্ধি ছুঁতেই তাঁর পরিবার শহর পরিবর্তন করে। ক্যালিফোর্নিয়ায় চলে যান সানি।
মাত্র ১১ বছর বয়সে প্রথম চুম্বনের অভিজ্ঞতা হয় সানির। এক বাস্কেট বল খেলোয়াড় ভার্জিনিটি হরণ করে সানির। তখন তাঁর বয়স ১৬। তিনি যে বাইসেক্সচুয়াল, জানতে পারেন ১৮ বছরে গিয়ে।
পর্নোগ্রাফি জগতে পা রাখার আগে সানি লিওনি একটি বেকারিতে কাজ করতেন। পরবর্তীতে যুক্ত হয়েছিলেন একটি ট্যাক্স অ্যান্ড রিটায়ারমেন্ট ফার্মেও। নার্স হওয়ার স্বপ্ন দেখতেন সানি।
একটা সময় পর পেন্টহাউজ়় ম্যাগাজ়িনের অংশ হয়ে ওঠেন হঠাৎ করেই। তাঁকে পর্ন দুনিয়ায় নিয়ে আসেন পেন্টহাউজ়ের মালিক বব গুচিওন চিনতে পারেন সানির মধ্য়ে থাকা সৌন্দর্যকে। তাঁর হাত ধরেই পর্ন দুনিয়ায় আসেন অভিনেত্রী।