30 September 2023

বলিপাড়ায় কি ফিরছেন ফাওয়াদ খান?

তিনি আর বলিউডে কাজ করবেন না, এই খবর শুনে মন ভেঙে খান-খান হয়ে গিয়েছিল ভারতের মেয়েদের। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের আর এখানে কাজ না করার খবরে তোলপাড় হয়েছিল।

বাণিজ্যনগরী মুম্বইয়ে ২৬/১১-এর জঙ্গিহানার পর পাকিস্তানি অভিনেতা এবং ক্রিকেটারদের প্রবেশ নিষেধ ছিল। বলিউড একপ্রকার ব্যান করেছিল পাকিস্তানি তারকাদের। 

যে কারণে শাহরুখ খানের 'রইস' ছবিতে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান অভিনয় করলেও, একটিও প্রচারে থাকতে পারেননি। 

আইপিএল-এ পাকিস্তানি খেলোয়াড়দের ডাকা হত না। ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপে পাকিস্তান অংশ নিলেও, পুলওয়ামা আক্রমণের পর ফের ব্যান করা হয় তাঁদের।

এবার আইসিসি মেনস ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছে পাকিস্তান। সাত বছর পর ভারতের মাটিতে পা রাখল টিম। ক্রিকেট দুনিয়ায় যদি এই বদল ঘটে, তা হলে সিনেমার দুনিয়ায় কেন নয়?

প্রশ্ন তুলেছেন 'রইস' ছবির পরিচালক রাহুল ঢোলাকিয়া। 'এক্স'-এ (সাবেক টুইটার) প্রশ্ন তুলেছেন তিনি। তিনি জানতে চেয়েছেন, তা হলে এবার কি পাকিস্তানি অভিনেতাদের বলিউডে ডেকে কাজ করানো যাবে?

সে ক্ষেত্রে ফাওয়াদেরও এ দেশে এসে কাজ করার অনুমতি পাওয়া উচিত। অনুমতি পেতে পারেন 'ডিয়ার জ়িন্দেগি', 'লন্ডন প্যারিস নিউ ইয়র্ক'-এর পাকিস্তানি অভিনেতা আলি জ়াফারও। 

বর্ধমানের মেয়ে তিনি। খুব ছোট বয়সেই পা রেখেছিলেন কলকাতায়। কথা হচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের।