9 March 2024
বিজেপিতে আদপে আছেন পার্নো?
credit: istock
TV9 Bangla
মেজর থ্রো ব্র্যাক! ২০১৯ সালে দিল্লি গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন একগুচ্ছ টলিতারকা। রূপাঞ্জনা মিত্র থেকে শুরু করে কাঞ্চনা মৈত্র-- কে ছিলেন না তালিকায়!
দলে ছিলেন পার্নো মিত্রও। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় বরাহনগর থেকে ভোটে দাঁড়িয়েছিলেন পার্নো। যদিও তিনি জিততে পারিনি।
শুধু পার্নো মিত্রই নন, ২০২১ সালে টলি তারকাদের যে কয়েকজন বিজেপি প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন তাঁদের বেশিরভাগই ভোটে জিততে পারেননি।
ভোট শেষ হতেই খেলা ঘুরে যায় অনেকটাই। অনেকেই ছেড়ে দেন বিজেপি। কেউ কেউ যোগদান করেন বিরোধী দলেও।
পার্নো মিত্র কি বিজেপিতে আছেন? নাকি নেই? অফিসিয়ালি এ যাবৎ কোনও মন্তব্যই করেননি তিনি। তবে কোনও রাজনৈতিক সভাতেও দেখা যায়নি তাঁকে।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি। তিনি জানান বিজেপি ছাড়েননি তিনি। তবে থেকেও যেন নেই তিনি।
পার্নো মিত্র বলেন, "আমি এখনও ছাড়িনি। তবে রাজনীতিতে এখন আর সক্রিয় নই"। সামনেই লোকসভা নির্বাচন।
আগামী দিনে কি সক্রিয় রাজনীতিতে দেখা যাবে তাঁকে? যদিও সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। মুক্তি পাচ্ছে তাঁর ছবি 'বনবিবি'।
Learn more