01 February 2024

সোহিনীকে সত্যি ভালবাসি: রণজয় 

credit: istock

TV9 Bangla

প্রাক্তন কখনও বন্ধু হতে পারে? বলিউড আগেই দেখিয়েছিল এমন উদাহরণ। রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে তালিকাটা বেশ লম্বা। আর এই টলিউডে?

সোহিনী সরকারের সঙ্গে প্রায় বছর দেড়েক আগে বিচ্ছেদ হয়ে গিয়েছে অভিনেতা রণজয় বিষ্ণুর। আজও কি তাঁরা বন্ধু?

এই মুহূর্তে সোহিনী রয়েছেন অন্য সম্পর্কে। টলিউডে এই মুহূর্তে ওপেন সিক্রেট যে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন সোহিনী।

ওদিকে নিজেকে আজও সিঙ্গল বলে দাবি করেন  রণজয়। সম্প্রতি সোহিনীর সঙ্গে তাঁর বর্তমান সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুলেছেন রণজয় বিষ্ণু। 

তাঁর কথায় " সোহিনীকে সত্যি ভালবাসি। মন থেকে চাই, শোভনের সঙ্গে ভাল থাকুক’। আজও কি তবে মনের কোনায় রয়ে গিয়েছে অনুভূতি? সে রকমই ইঙ্গিত দিয়েছেন রণজয়

মাস কয়েক আগে পর্যন্ত ‘গুড্ডি’ কো-স্টার শ্যামৌপ্তি মুদলির সঙ্গে রণজয়ের নাম জড়িয়েছিল, হালে ‘কোন গোপনে মন ভেসেছে’র সহ-অভিনেত্রী মিশমির সঙ্গে রণজয়ের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে

যদিও রণজয়ের দাবি তিনি সিঙ্গল বলেই তাঁকে নিয়ে হচ্ছে এত আলোচনা। এই মুহূর্তে কাজকেই ফোকাস করতে চান তিনি। কাজ করছেন চুটিয়ে। নতুন ধারাবাহিকে তিনি হিরো 

অন্যদিকে নিজেদের সম্পর্কের কথা এখনও অফিসিয়ালি শিকার করেননি শোভন ও সোহিনী। যদিও সত্যিটা আর লুকিয়ে নেই। তা প্রকাশ পেয়েছে আগেই।