জুন আন্টির প্রেমিক হতে চান? এই গুণ থাকতেই হবে আপনার
TV9 Bangla
credit: Social Media
মুখ ভেংচে অভিনয় করেছিলেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। লীনা গঙ্গোপাধ্য়ায়ের লেখনীতে তৈরি বাংলা মেগা সিরিয়াল ‘শ্রীময়ী’তে তিনি অভিনয় করেছিলেন জুন আন্টির চরিত্রে?
কে এই জুন আন্টি? সে ধারাবাহিকের বিখ্য়াত ভ্যাম্প। খলনায়িকা। এতটাই জনপ্রিয় হয়েছিল সেই চরিত্র যে, বিধানসভা ভোটের আগে অমিত শাহকে উদ্দেশ্য করে একটি প্ল্যাকার্ডে লেখা হয়–‘অমিত শাহ, আপনি জুন আন্টির চেয়েও খারাপ’।
বিগত দু’দশকে বাংলা সিরিয়ালের অন্যতম সাড়া ফেলা খলনায়িকাদের মধ্য়ে একটি জুন আন্টির চরিত্র। যে চরিত্রটি দারুণ দক্ষতার সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন ঊষসী।
লীনা গঙ্গোপাধ্য়ায় TV9 বাংলাকে নিজে বলেছেন, “ঊষসীকে নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। ও খুব ভাল অভিনেত্রী। যেভাবে ওর চরিত্রটাকে কল্পনা করি, সেভাবেই ও সেটা ফুটিয়ে তুলতে পারে।”
গল্প চলতে থাকে ঊষসীর সঙ্গে। তিনি এখনও বিয়ে করেননি। তিনি সিঙ্গল জীবনে দারুণ আনন্দে আছেন। নিজের শর্তে জীবন কাটানো যে কতবড় আশীর্বাদ, তা স্বীকার করেছেন ঊষসী।
তাঁর বয়স ধরা যায় না। কত বয়স হয়েছে জানতে চাওয়ায় হাসতে-হাসতে ঊষসী বললেন, “আমার বয়স ২৫। হা হা। কেন বলব! ধরে নিন ২৫ প্লাস প্লাস প্লাস।” কী ধরনের প্রেমিক পছন্দ ঊষসীর, তাও জানিয়েছেন।
বলা ভাল পুরুষদের অ্যাপ্লিকেশন জমা দিতে বলেছেন, “আমি অনেক-অনেক ইন্টেলেকচুয়াল পুরুষের সঙ্গেই প্রেম করেছি এবং হাঁপিয়ে গিয়েছি। আমি নিজে ইন্টেলেকচুয়াল।"
বলেন, "ইন্টেলেকচুয়াল পুরুষরা খুবই বোরিং হয় জানেন! তাই এখন আর আমার কাছে ওদের অ্যাপ্লিকেশন এলে গ্রহণ করব না, রিজেক্ট করে দেব। হট, সুইট, ফানি–এমন কেউ থাকলে প্রস্তাব পাঠান। আমার আর কিচ্ছুই চাই না…।”
আক্ষেপের সুরে ঊষসী বলেছেন, “আমি প্রেমে পড়তে চাই। প্রেমে পড়ার মতো লোকজন কমে যাচ্ছে মার্কেটে। হট, সুইট, ফানি হলে অ্যাপ্লিকেশন জমা দিন প্লিজ়।”