10 July, 2024
উইম্বলডনে হাতে-হাত কিয়ারা-সিদ্ধার্থের!
TV9 Bangla
credit: Social Media
খেলার মাঠে দেখা গেল কিয়ারা আডবাণী-সিদ্ধার্থ মালহোত্রাকে।ক্রিকেটের ময়দান কিন্তু নয়। এক্কেবারে সাহেবদের দেশের খেলা...
উইম্বলডন লন টেনিস ম্যাচে হাজির ছিলেন বলিউডের এই হ্যাপেনিং কাপল। তাঁদের কাপল গোলস এখন শিরোনাম...
দুই তারকাকে একে-অপরের পাশে কী যে চমৎকার দেখতে লাগছিল, তা আর বলার অপেক্ষা রাখে না...
একাধিক ছবি স্ত্রী কিয়ারার সঙ্গে সিদ্ধার্থ শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। নীল কোট-প্যান্ট পরে হাজির হয়েছিলেন কিয়ারা...
সিদ্ধার্থের পরনে তখন অফ-হোয়াইট কোট-প্যান্ট ও টাই। মুখে তাঁদের মিষ্টি হাসি। মনে হচ্ছে, অনেকদিনের স্বপ্নপূরণ হল তারকা দম্পতির...
খেলা দেখতে-দেখতে সেলফি তুলেছেন সিদ্ধার্থ। ব্রেক টাইমে তোলা ছবি। স্টেডিয়াম ভর্তি দর্শক।
ছবি শেয়ার করে ক্যাপশন লিখেছেন সিদ্ধার্থ। কিয়ারাকে বলেছেন তাঁর পার্টনার ইন ক্রাইম। তিনি বিরাট বড় টেনিস ভক্ত।
একই ছবি শেয়ার করে কিয়ারা লিখেছেন, "আমার স্বামী আমাকে টেনিসের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। আমি আবেগাপ্লুত!"
আরও পড়ুন