09 July, 2024
নুসরতের বুকে 'প্রাক্তনের' নাম!
TV9 Bangla
credit: Social Media
টলিউডের অন্দরে ঘটে অনেক কিছুই। এর কিছু সামনে আসে আর কিছু সারাজীবনের জন্য থেকে যায় সেই অন্ধকারেই। তা নিয়ে চলতে থাকে অবিরাম ফিসফাস।
নুসরত জাহান-- নিজেই দাবি করেন, তিনি ভগবানের সন্তান। তবে তাঁর জীবনে বিতর্কও কিছু কম নয়! প্রেম, বিবাহ সন্তান নিয়ে আলোচনা লেগেই থাকে অহর্নিশ।
জানেন কি, প্রাক্তন সাংসদের মুকে রয়েছে এক ট্যাটু! অনেকেই বলেন এই ট্যাটুর নেপথ্যে নাকি লুকিয়ে রয়েছে নুসরতের তরুণীবেলার গোপন প্রেম!
ট্যাটুতে লেখা 'ভিক্টরি'। মাঝেমধ্যেই সেই ট্যাটু দেখিয়ে ছবি দিতে দেখা যায় তাঁকে। কিন্তু জয় টা কার? কোনওদিন এ নিয়ে মুখ খোলেননি তিনি।
এও জানা যায়, নুসরত ও ভিক্টর নাকি বিয়ের কথাও ভেবেছিলেন। কিন্তু যা ভাবা হয় তাই কি হয় সবসময়?
এও জানা যায়, নুসরত ও ভিক্টর নাকি বিয়ের কথাও ভেবেছিলেন। কিন্তু যা ভাবা হয় তাই কি হয় সবসময়?
তাঁদের বিচ্ছেদ হয়ে যায় একটা সময়, মানুষটা চলে গেলেও ট্যাটু পুরোপুরি মুছে দেননি নুসরত।
একাধিক অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন মাধুরী দীক্ষিত। কেবল অভিনেতা নন, ক্রিকেটার অজয় জাদেজার প্রেমেও পড়েছিলেন মাধুরী।
আরও পড়ুন