10 January 2024

TV9 Bangla

Credit- Pinterest

বাবাকে বিয়ে করতে চাইতেন শ্রাবন্তী 

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ভক্তসংখ্যা নেহাত কম নয়। টলিউডের প্রথম সারির অভিনেত্রী তিনি। 

তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা চলে অবিরাম। যদিও শ্রাবন্তী এ সবে পাত্তা দিতে একেবারেই নারাজ। নিজের শর্তে বাঁচেন, 

খুব ছোট বয়সে বিয়ে হয়েছিল তাঁর। বাড়ির ছোট মেয়ে শ্রাবন্তী ভালবেসেই বিয়ে করেছিলেন সে সময়ের এক জনপ্রিয় পরিচালককে। 

জানেন কি, নায়িকা খুব ছোটবেলায় চাইতেন বাবাকে বিয়ে করতে! অভিনেতা দেবশঙ্কর হালদারের জনপ্রিয় টক শো ‘হ্যাপি প্যারেন্টস ডে’-তে এসে এমনটাই জানিয়েছিলেন শ্রাবন্তী

বাবা থিয়েটার করতেন, দেখতেও ছিলেন সুন্দর। আর অবুঝ শ্রাবন্তীর কাছে তাই তাঁর স্বপ্নের পুরুষ ছিলেন তাঁর বাবাই।

বাবাও শুনতেন মেয়ের এই সব ছেলেমানুষি। বলতেন, "আচ্ছা ঠিক আছে আগে বড় তো হ"। 

বড় হয়েও বাবাকে সবসময় পাশে পেয়েছেন শ্রাবন্তী। জীবনে নানা সময়ে উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে।

কিন্তু পরিবার তাঁর পাশে ছিল সর্বদা। এই মুহূর্তে জিমে ঘাম ঝরাচ্ছেন শ্রাবন্তী। আগামী ছবি 'দেবী চৌধুরানী'র জন্য নিজেকে প্রস্তুত করছেন নতুন করে।