৪৪-এও কীভাবে হট রাইমা, রইল বিউটি টিপস
07 November 2023
রাইমা সেন, দেখতে দেখতে ৪৪ বছর বয়সে পৌঁছে গেলেন, তবুও তিনি যেন থমকে গিয়েছেন। সৌন্দর্যের ছটায় সকলেই কুপোকাত। তবে কীভাবে নিজেকে এভাবে ধরে রেখেছেন তিনি
রাইমা সেন বরাবরই নিজের ডায়েটের বিষয় সচেতন। বিউটি টিপসেও রাখেন না খামতি। তাঁর সোশ্যাল মিডিয়া পাতা থেকে চোখ সরানো যেন দায়।
রাইমা সেন এভাবেই প্রতিটা পদে পদে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে থাকেন, তবে জানেন কি প্রতিদিন তিনি কীভাবে নিজের ত্বকের যত্ন নিয়ে থাকেন?
প্রতি দিন ক্লিন করে থাকেন ত্বক, পাশাপাশি ক্রিম মেখে থাকেন ত্বক আদ্র রাখতে, ত্বকের আর্দ্রতা বজায় রাথতে মাস্কও ব্যবহার করে থাকেন রাইমা।
তিনি সপ্তাহে দুই দিন চুলে তেল দিয়ে থাকেন, হালকা হেট মাসাজও নিয়ে থাকেন। রাইমা খুব একটা কেমিক্যাল জাতীয় প্রডাক্ট ব্যবহার করেন না। মেকআপও লাইট করে থাকেন।
রাইমা সেন প্রথম থেকেই নিজের স্বকের প্রতি বিশেষ যত্নশীল। রাইমার আরও এক বিশেষ দিক হল ডায়েট। ত্বকের যত্নে তিনি বিশেষ ডায়েট মেনে চলেন।
আর এসবের মাধ্যমেই রাইমা প্রথম থেকেই নিজের বোল্ড লুকে ভাইরাল। বছর যতটই বারুক, বয়স তো একটা সংখ্যা মাত্র, তরুণদের টেক্কা দিয়ে এভাবেও টিকে থাকা যায়।
রাইমা সেন তা বারবার প্রমাণ করে দিলেন। রাইমার এই বিশেষ গুনেই দর্শকেরা তাঁকে বারবার মন দিয়ে থাকেন। অনেকের মতেই তিনি অবিকল সুচিত্রা সেন।
Learn more