08 March, 2024
আলিয়া না রণবীর, কে বেশি ধনী?
credit: Pinterest
TV9 Bangla
রণবীর কাপুর ও আলিয়া ভাট-- বলিপাড়ার পাওয়ার কাপল এই জুটিকে নিয়ে সাধারণের মধ্যে আলোচনার শেষ নেই। দু'জনেই পরিশ্রমী। এই মুহূর্তে দু'জনেরই বাজার বেশ ভাল।
বেশ কিছু ফ্লপের পর অবশেষে 'অ্যানিম্যাল' ছবির মধ্যে দিয়ে আবার ও কামব্যাক করেছেন রণবীর। অন্যদিকে আলিয়ার কেরিয়ার ফ্লপের সংখ্যা পারায় নেই বললেই চলে।
হলিউডেও ডেবিউ হয়েছে আলিয়ার। ‘গাঙ্গুবাঈ’ সিনেমার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরই পাশাপাশি প্রযোজনা সংস্থারও মালিক তিনি।
যদিও আলিয়ার বেশ কিছু বছর আগে কেরিয়ার শুরু করেছেন রণবীর-- স্বামী ও স্ত্রীর মধ্যে কে বেশি ধনী জানেন?
২০২৩-এর সেপ্টেম্বর মাসে আলিয়ার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫২০ কোটি টাকা। অন্যদিকে রণবীর কাপুরের মোট সম্পত্তির পরিমাণ ৩৬৫ কোটি টাকা।
অর্থাৎ দু'জনে প্রায় ৮৮৫ কোটি টাকার মালিক। কিন্তু এখানেই শেষ নয়, যত দিন যাচ্ছে তত বাড়ছে তাঁদের সম্পত্তির পরিমাণ।
এই মুহূর্তে হাতে বেশ কিছু বড় বড় প্রজেক্ট রয়েছে এই দম্পতির। তবে আলিয়া রণবীরের চেয়ে বিভিন্ন জায়গা থেকে বেশি আয় করেছেন নানা সময়ে।
আপাতত সুখী দম্পতি তাঁরা। তাঁদের এক মেয়েও রয়েছে। নাম রাহা কাপুর।
আরও পড়ুন