19  March, 2024

কে বলবে ৫০! ফ্রক পরে বাজিমাত রবিনার 

credit: Pinterest

TV9 Bangla

৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী রবিনা টন্ডন। তাঁর ভক্তসংখ্যা আকাশছোঁয়া

বয়স ৫০ হয়েছে, মেয়ে রাসাও প্রাপ্তবয়স্ক। কিন্তু দেখে বোঝা দায়! এতটাই গ্ল্যামারাস তিনি 

সম্প্রতি এক ফ্লোরাল ফ্রকে ফটোশুট করালেন তিনি যা দেখে চোখ ফেরাতে পারছেন না দর্শক। 

এই মুহূর্তে হাতে বেশ কিছু কাজ রয়েছে তাঁর। ২০ বছর পর আবার অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। 

নয়ের দশকে একের পর এক হিট ছিল এই জুটির। মোহরা, ম্যায় খিলাড়ি তু আনাড়ি অক্ষয় রবিনার হিট ছবি। 

টিপ টিপ বরসা পানি বা তু চিজ বড়ই হ্যায় মস্তের মতো গান আজও দর্শকের মনে আছে। এক সময়ে অক্ষয় রবিনার মধ্যে ছিল সম্পর্ক।

পরবর্তীকালে ভেঙে যায় সেই সম্পর্ক। ডিম্পল কন্যা টুইঙ্কেল খান্নার সঙ্গে বিয়ে হয় অক্ষয়ের। 

এই হিট জুটিকে শেষ ‘পুলিশ ফোর্স অ্যান ইনসাইড স্টোরি’তে দেখা যায় ২০০৪এ। আবারও তাঁদের একসঙ্গে দেখতে মুখিয়ে সকলে