26 March, 2024
রঙ খেলে বারোটা বেজেছে ত্বকের? রইল উপায়
credit: Pinterest
TV9 Bangla
বসন্তের এক সুখবর। দুই থেকে তিন হল পরিবার। ঘরে এল নতুন মানুষ।
বাবা হলেন গায়ক ইমন চট্টোপাধ্যায়। এ দিন সন্তান আসার সুখবর শেয়ার করে তিনি লেখেন...
"এই দোলে, ভগবান আমাদের জীবনে শ্রেষ্ঠ রঙ দিয়েছে। আমাদের জীবন রঙিন হয়ে গিয়েছে।"
ইমনের ছেলে হল নাকি মেয়ে? গায়ক জানিয়েছেন, স্ত্রী ঋতুপর্ণা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সন্তানের জন্ম হয়েছে গত ১১ মার্চ।
যদিও খবর প্রকাশ্যে এনেছেন বেশ কিছু সময় পরেই। গায়ক জানিয়েছেন মা ও সন্তান সুস্থ আছে
সুখবর পাওয়া মাত্রই ইমনের কমেন্ট বক্সে শুভেচ্ছার বন্যা। একরত্তিকে দেখার জন্য উদগ্রীব সকলেই
রিয়ালিটি শো থেকেই উত্থান ইমনের, গেয়েছেন অনেক গান, শুধু কি তাই?
স্টেজ পারফরম্যান্সও করতে দেখা গিয়েছে তাঁকে। উপস্থিত হয়েছিলেন দাদাগিরিতেও
Learn more