25 March, 2024
বাড়ি থেকে বেরনো নিষেধ সৌমিতৃষার!
credit: Pinterest
TV9 Bangla
সৌমিতৃষা কুন্ডু-- ছোট পর্দার মিঠাই পরিচিতি ছেড়ে আজ তিনি বড় পর্দাতেও সমানভাবে জনপ্রিয়।
এ হেন সৌমিতৃষা দোলযাত্রায় কী করেন, তা নিয়ে সকলের মধ্যে ছিল উন্মাদনা
তিনি কৃষ্ণভক্ত, এ খবর কারও অজানা নয়, বাড়িতে রাধামাধব রয়েছে তাঁর। তাঁকেই দোলের প্রথম রঙ মাখিয়েছেন সৌমিতৃষা
দোলের দিন তাঁর বাড়িতে নানা রকমের রান্না হয়, তবে ওই দিন সবটাই নিরামিষ, বাড়িতে হয় যজ্ঞ
দোলের দিন বাড়ি থেকে বের হওয়া বারণ তাঁর, ছোট থেকে এটাই তাঁর নিয়ম
তাই বাইরে গিয়ে দোলখেলা হয় না তাঁর। বাইরের পুলপার্টি, হোলি স্পেশ্যাল পার্টিতে খুব একটা আগ্রহ নেই তাঁর
তাঁর পছন্দ বৃন্দাবন, ইচ্ছে আছে সেখানে এক বাড়ি তৈরি করারও। গত ডিসেম্বরে বড় ব্রেক পেয়েছেন তিনি
অভিনয় করেছেন প্রধান ছবিতে, সেই ছবি বক্স অফিসে বেশ ভালই ব্যবসা করেছে
Learn more