22 September 2023
বিয়ে করেননি, রেগে জানালেন সাই পল্লবী
প্রচণ্ড রেগে গিয়েছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। রেগে এক্কেবারে আগুন হয়ে গিয়েছেন তিনি। দিয়েছেন কড়া পোস্ট।
শুক্রবার হঠাৎই খবর আসে চুপিসারে নাকি বিয়ে করেছেন সাই পল্লবী এবং পরিচালক রাজকুমার পেরিয়াসামি। তারপর থেকেই চমক।
তারপর থেকেই ধেয়ে আসতে থাকে শুভেচ্ছাবার্তা। নতুন জীবনের জন্য সকলেই তাঁদের অভিনন্দন জানাতে শুরু করেন।
তারপর আসে পল্লবীর সেই পোস্ট। তাতে তিনি বেশ চটেছেন। এবং বলেছেন নানা কথা।
মিথ্যা কথা ছড়ানোর জন্য তুলোধনা করেছেন তিনি।
পোস্টে সাই পল্লবী বলেছেন, তাঁর পরবর্তী ছবির জন্য একটি পুজোর আয়োজন করা হয়েছিল।
তাতে উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত সক্কলেই।
সেই পুজোতে তাঁর এবং পরিচালকের ছবি ক্রপ করা হয়েছে বলে দাবী সাই পল্লবীর। দু'জনের গলাতেই ছি
ল মোটা গোলাপের মালা।
তাই দেখেই নেটিজ়েনরা ভেবে নিয়েছিলেন সদ্য় বিবাহ করেছেন সাই। কিন্তু অনুরাগীর বুকের ব্যথা কমিয়ে ফুৎকারে উড়িয়েছেন সব রটনা।
পুজোয় তোলা আসল ছবিটি পোস্ট করে জল্পনার অবসান করেছেন অভিনেত্রী। তাতেই খোলসা সবটা।
বিবাহ করেননি সাই।
আরও পড়ুন