টলিপাড়ায় অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই। তাঁকে ভালবাসার মানুষেরও অভাব নেই।
শ্রাবন্তীর অনুরাগীর সংখ্যা অনেক। সেই শ্রাবন্তীরই অনুরাগীর সংখ্যায় যুক্ত হল আরও এক নাম। কে তিনি? পরিচয়ই বা কী?
সকলের সামনেই লিখে ফেললেন, "প্রেমে পড়েই গেলাম।" কে এই বিশেষ মানুষ? শুধু সেই মানুষটিই নন। শ্রাবন্তীও কিন্তু তাঁকে বেশ ভরসা করেন।
শ্রাবন্তীর কর্মজীবনে নানা সিদ্ধান্ত নিয়ে থাকেন তিনিই। কোন ছবিতে সই করবেন, কত টাকা নেবেন, সে হিসেব থাকে তাঁর কাছে। মাঝেমধ্যেই শ্রাবন্তীর ইনস্টাতেও দেখা মেলে তাঁর।
কে সেই মানুষ? তিনি আর কেউ নন। অভিনেত্রী ব্যক্তিগত ম্যানেজার অদিতি বোস। শ্রাবন্তীর এক ছবি দেখে এতটাই অভিভূত তিনি যে লিখেছেন, 'প্রেমে পড়ে গেলাম"
প্রসঙ্গত, এই মুহূর্তে হাতে বেশ কিছু কাজ রয়েছে তাঁর। কিছু দিন আগেই মুক্তি পেয়েছিল তাঁর ছবি 'সাদা রঙের পৃথিবী'। যদিও সেই ছবি দেখতে একেবারেই হলমুখো হয়নি দর্শক।
তবে শ্রাবন্তী ব্যস্ত হয়ে পড়েছেন তাঁর ড্রিম প্রজেক্ট নিয়ে। পরিচালক শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় 'দেবী চৌধুরানি'তে নাম ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী।
ইতিমধ্যেই প্রথম পর্যায়ের শুটিং হয়ে গিয়েছে। আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের শুটিং। ভবানী পাঠকের চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।