11 March, 2024
এতটা বোল্ড আগে হননি শ্রাবন্তী!
credit: Pinterest
TV9 Bangla
শ্রাবন্তী চট্টোপাধ্যায় মানেই ছিমছাম মিষ্টি মেয়ে, অনেকেই তাঁকে বলে থাকেন, 'গার্লস নেক্সট ডোর'
সেই শ্রাবন্তীই এবার ধরা দিলেন একেবারে অন্যভাবে। তথাগতের ক্যামেরায় তিনি ধরা দিলেন বোল্ড লুকে।
তাঁর লুকে ঘায়েল সাধারণ থেকে আমজনতাও। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও করেছেন প্রশংসা তাঁর মনে, ''আগুনের মতো লাগছে তোমায়।"
তবে শ্রাবন্তী ছবি দিয়েছেন আর তা নিয়ে ট্রোলিং হবে না তা কী করে হয়? তা নিন্দেও হয়েছে কম-বেশি।
এত বোল্ড শুট করায় উড়ে এসেছে কটাক্ষও। এসেছে কুৎসিত সব মন্তব্যও। অনেকেই টেনে এনেছেন তাঁর ব্যক্তিগত জীবনও
কিছু দিন আগেই গিয়েছে শিবরাত্রি। তা পালন করেছিলেন শ্রাবন্ত্রী। সেই উৎসব পালন নিয়েও তাঁকে পড়তে হয়েছিল কটাক্ষের মুখে
যদিও ট্রোল তাঁর বরাবরের সঙ্গী। অতীতেও নানা বিষয় নিয়ে কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। স্রাবন্তী যদিও বজায় রেখেছেন নীরবতা,
আপাতত তিনি ব্যস্ত তাঁর আগামী ছবির কাহ নিয়ে। শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় 'দেবী চৌধুরানি' তে নাম ভূমিকায় দেখা যাবে তাঁকে
Learn more