18 March, 2024
ছেলের লিভইন নিয়ে সোজাসাপটা শ্রাবন্তী
credit: Pinterest
TV9 Bangla
শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিতর্ক তাঁর সঙ্গী। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কম চর্চা হয় না। বিয়ে ভাঙা, প্রেম নিয়ে চলতে থাকে অবিরাম চর্চা
শ্রাবন্তী মা, তাঁর ছেলে ঝিনুক ২২ বছরের। বহুদিন ধরেই প্রেম করেন তিনি। শোনা যায় প্রেমিকা দামিনীর সঙ্গে নাকি লিভইন করে সে
মা যদি জানেন ছেলে লিভইন করতে চান, তবে তাঁর কী প্রতিক্রিয়া হবে? মেনে নেবেন তিনি? নাকি করবেন প্রতিবাদ?
টিভিনাইন বাংলা প্রশ্ন রেখেছিল শ্রাবন্তীর কাছে। কী বললেন তিনি? তাঁর কথায়, “একেবারেই মেনে নেব, আমার কোনও আপত্তি নেই। কোনও ব্যাপারই না।"
এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, "যে যেটাতে ভাল থাকে, সেটাই করা উচিৎ। কারণ দিনের শেষে জীবন তো একটাই।”
ছেলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শ্রাবন্তীর। ছেলের প্রেমিকার সঙ্গেও রয়েছে সদ্ভাব। খুব অল্প বয়সে মা হন শ্রাবন্তী।
অল্প বয়সে নেন বিয়ের সিদ্ধান্ত। দীর্ঘ বিবাহিত জীবনের পর বিচ্ছেদ হয়ে যায় তাঁর। ছেলে মায়ের কাছে বড় হয়েছে
তবে বাবার সঙ্গেও যোগাযোগ রয়েছে তাঁর। তিনি চান গায়ক হতে, এই মুহূর্তে চলছে পড়াশোনা।
আরও পড়ুন