9 March 2024
কত কোটির মালিক সুহানা?
credit: istock
TV9 Bangla
বলিউডে এখনও পাকাপাকিভাবে জায়গা করেননি তিনি। সবে মুক্তি পেয়েছে একটি মাত্র সিরিজ।
কথা হচ্ছে সুহানা খানের। লিনিয়েজ নিয়েই জন্মেছেন তিনি। শাহরুখ খানের মেয়ে তিনি।
জানেন সুহানা খানের মোট সম্পত্তির পরিমাণ কত? আকাশছোঁয়া সম্পত্তির মালিক তিনি।
রয়েছে নিজের নামে জমি ও গাড়িও। সূত্রের খবর ২৩ বছরের সুহানা সম্প্রতি একটি ফার্ম ল্যান্ড কিনেছেন।
যা শাহরুখ খানের জমির পাশেই। জমির দাম শুনলেও চমকে যাবেন। জমির দাম ১২.৯১ কোটি টাকা।
এখানেই কিন্তু শেষ নয়, তাঁর দখলে রয়েছে ৪৭.৬ লাখের একটি অডি গাড়ি। তবে এই গাড়ি তাঁর নিজের নয়।
তাঁকে উপহার দিয়েছেন খোদ শাহরুখ খান। তাঁর প্রথম সিরিজ 'দ্য অর্চিজ'। সিরিজে ভেরোনিকা লজের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
যদিও ওই সিরিজ খুব একটা জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। তবে সুহানার হাতে কিন্তু রয়েছে নতুন ছবির কাজ।
Learn more