স্নাতক হয়েছেন আশুতোষ কলেজ থেকে। বিষয় ছিল ইংরেজি সাহিত্য। স্নাতকোত্তর শান্তিনিকেতনের বিশ্বভারতী থেকে। সাংবাদিকতা পড়েছিলেন সেখানে।
বাঁকুড়া মিমসের উন্মেষ গঙ্গোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ২০১০ সালে। পেয়েছিলেন ৮২% নম্বর। তারপর ২০১২ সালে উচ্চমাধ্যমিক দিয়েছেন সায়েন্স নিয়ে। সেই পরীক্ষায় পেয়েছেন ৬৩%।
উন্মেষ স্নাতক হয়েছিলেন এনএসএইচএম থেকে। বিষয় ছিল মাস কমিউনিকেশন। পরবর্তী কালে কর্ণাটকের মণিপাল থেকে স্নাতকোত্তর পাশ করেছেন মাস কমিউনিকেশনে। আজ তিনি একজন সফল ইউটিউবার।