9 January 2024

স্যান্ডি থেকে কিরণ, কে কেমন লেখাপড়ায়?

credit: social media

TV9 Bangla

স্যান্ডি সাহা তাক লাগানো নম্বর পেয়েছিলেন মাধ্যমিক- উচ্চমাধ্যমিকে। মাধ্যমিকে তিনি পেয়েছিলেন ৭৮.৫% নম্বর। উচ্চমাধ্যমিকে পেয়েছিলেন ৬০%।

স্যান্ডিও সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন। স্নাতকও সায়েন্সেই। ফিজ়িওলজ়িতে বিএসসি (B.Sc) করেছিলেন। স্নাতকোত্তর ইভিএস-এ (এনভায়রনমেন্টাল সায়েন্স)।

'দ্য বং গাই' কিরণ দত্তও সায়েন্সের ছাত্র। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের অধিকাংশ বিষয়েই 'AA' পেয়েছেন কিরণ। অর্থাৎ, তিনি 'আউটস্ট্যান্ডিং'।

সোশ্যাল মিডিয়ায় ক্লাস টেনের বোর্ডসের রেজ়াল্ট শেয়ার করে কিরণ লিখেছেন, নিজে পরিশ্রম করতে জানলে আর নিজের উপর বিশ্বাস থাকলে কেউ আটকাতে পারবেন না..."

'ওয়ান্ডার মুন্না'র ক্রিয়েটার ইন্দ্রাণী বিশ্বাসও সায়েন্সের ছাত্রী। মাধ্যমিকে পেয়েছিলেন ৭৫% নম্বর। উচ্চমাধ্যমিকে পেয়েছিলেন ৬৫%। 

স্নাতক হয়েছেন আশুতোষ কলেজ থেকে। বিষয় ছিল ইংরেজি সাহিত্য। স্নাতকোত্তর শান্তিনিকেতনের বিশ্বভারতী থেকে। সাংবাদিকতা পড়েছিলেন সেখানে।

বাঁকুড়া মিমসের উন্মেষ গঙ্গোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ২০১০ সালে। পেয়েছিলেন ৮২% নম্বর। তারপর ২০১২ সালে উচ্চমাধ্যমিক দিয়েছেন সায়েন্স নিয়ে। সেই পরীক্ষায় পেয়েছেন ৬৩%।

উন্মেষ স্নাতক হয়েছিলেন এনএসএইচএম থেকে। বিষয় ছিল মাস কমিউনিকেশন। পরবর্তী কালে কর্ণাটকের মণিপাল থেকে স্নাতকোত্তর পাশ করেছেন মাস কমিউনিকেশনে। আজ তিনি একজন সফল ইউটিউবার।