07 April, 2024

অম্বানিদের স্কুলে টিচার হতে চান, মাইনে কত?

TV9 Bangla

ধীরুভাই অম্বানি আন্তর্জাতিক স্কুল-- ভারতের অন্যতম নামজাদা স্কুলের মধ্যে একটি। স্কুলটির প্রতিষ্ঠাতা অম্বানি পরিবারের পুত্রবধূ নীতা অম্বানি।

নামেই স্কুল, আদপে যেন আস্ত এক ফিল্মসিটি। বলিউডের তাবড় সেলেবদের ছেলেমেয়ে পড়েন ওই স্কুলে

তালিকায় রয়েছেন শাহরুখ খানের ছেলে আব্রাম খান থেকে শুরু অভিষেক-ঐশ্বর্যার মেয়ে আরাধ্যা

শুধু কি তাই? করণ জোহরের ছেলে মেয়ে, শাহিদ কাপুরের সন্তান ও করিনা কাপুরের দুই ছেলেও ওই স্কুলেরই ছাত্র।

সাধারণের পড়ার সাধ্যের বাইরে ওই স্কুলের ফিজ। বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য জানাচ্ছে ওই স্কুলের মাসিক বেতন নাকি প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি।

যদিও ক্লাসের হিসেবে তারতম্য হয়। আর ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা কত টাকা পান? কী বা যোগ্যতা লাগে ওই স্কুলে পড়াতে?

সূত্র জানাচ্ছে, বি-এড থাকতেই হয় ওই স্কুলে পড়াতে গেলে। এ ছাড়াও দরকার পাঁচ বছরের অভিজ্ঞতা। ফ্রেশারদের জায়গা নেই স্কুলটিতে

আর টাকা? শিক্ষকদের জন্য মাইনে মাস প্রতি ২ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা। অভিজ্ঞতার উপর নির্ভর করে পুরোটাই।