09 July, 2024
নিজেই বদলেছেন নিজের নাম! জানেন ইধিকার আসল নাম কী?
TV9 Bangla
credit: Social Media
কথায় বলে সবুরে মেওয়া ফলে। তবে ইধিকা পালের ক্ষেত্রে বোধহয় অতটাও সবুর করতে হয়নি। বরং হুট করেই মিলেছে বড় ব্রেক।
সিরিয়ালের মেয়ে ইধিকা গত বছর এক বড়সড় ব্রেক পান ওপার বাংলায়। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে কে না চেনেন?
সেই দেশেই শাকিবের হিরোইন হয়ে এক ছবিতে অভিনয় করতে দেখা যায় ইধিকাকে।
ছবির নাম 'প্রিয়তমা'। বাংলাদেশে সেই ছবি দারুণ ব্যবসা করে। এমনকি ইধিকার কাজও বেশ প্রশংসিত হয়। প্রথম ছবিতেই কার্যত বাজিমাত করেন তিনি।
তবে জানেন কি ইধিকা আসলে ইধিকা নন। হ্যাঁ ঠিক ধরেছেন। তাঁর আসল নাম মোটেও ইধিকা পাল নয়। তবে কী তাঁর আসল নাম?
ইধিকার আসল নাম টুম্পা পাল। টিভিনাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের নাম পরিবর্তন নিয়ে মুখ খুলেছিলেন তিনি।
জানিয়েছিলেন মা দুর্গার আর এক নাম ইধিকা। এই নামটি খুবই পছন্দ তাঁর। আর সেই কারণে নিজের নাম বদলে দিয়েছেন তিনি।
শাকিবের পর ইধিকা দেবের নায়িকা। খাদান ছবিতে দেখা যাবে। এ ছাড়াও হাতে রয়েছে বেশ কয়েকটি ভাল ভাল কাজ।
Learn more