ঐশ্বর্যা রাই বচ্চন-- বলিউডের প্রথম সারির অভিনেত্রী তিনি। তাঁর সৌন্দর্যে বুঁদ তামাম দুনিয়া। ৫০ পার হলেও আজও তিনি এভারগ্রিন।
তাঁর অভিনয়ের ক্ষমতার কথা তো সকলেই জানেন, তবে পড়াশোনায় কেমন ছিলেন ঐশ্বর্যা? কেমন হয়েছিল তাঁর পরীক্ষার ফলাফল?
শুনলে অবাক হবেন, একটা দীর্ঘ সময় ধরে স্কুলের টপার ছিলেন তিনি। সকলেই ভেবেছিল আইসিএসই পরীক্ষায় টপ করবেন তিনি।
তবে বাস্তবে তা হয়নি। সকলের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন তিনি, কেঁদে ফেলেছিলেন ঐশ্বর্যা। কেমন মার্কস পেয়েছিলেন তিনি?
তাঁর কথায়, "আমি পড়াশোনায় সব সময় ভাল ছিলাম। সেভেন-এইট অবধি প্রথম হয়েছি...
তবে প্রথম হওয়াটাকেই আমি ভবিতব্য মেনে নিয়েছিলাম। আর সেই কারণেই আইসিএসিতে আমি প্রথম দশের মধ্যে থাকলেও প্রথম হওয়া হয়নি আমার।"
তবে উচ্চমাধ্যমিকে আবারও ঘুরে দাঁড়ান তিনি। প্রায় ৯০ শতাংশ মার্কস পেয়েছিলেন তিনি উচ্চমাধ্যমিকে।
চেয়েছিলেন ডাক্তার হতে, তবে বিশ্বসুন্দরী খেতাম জিতবার পর তাঁর কেরিয়ার ঘুরে যায় অন্য দিকে। ক্রমেই দেশের প্রথম সারির অভিনেত্রী হিসেবে নিজের আধিপত্য কায়েম করেন তিনি।