SHAHRUKH KHAN 4
insomnia 3

221

আব্রামকে জন্ম দেননি গৌরী, জানেন কে তাঁর 'মা'? 

credit: istock

image

TV9 Bangla

abram (4)

খান পরিবারের আদরের সন্তান আব্রাম খান। শাহরুখ খান ও গৌরী খানের ছোট ছেলে সে।

abram

না, গৌরী খান গর্ভে ধরেননি তাঁকে। নন তাঁর জন্মদাত্রী মা। সারোগেসির মাধ্যমেই জন্ম হয় ছোট্ট আব্রামের।

SHAHRUKH KHAN 1

আব্রামের জন্মরহস্য নিয়ে অতীতে কম আলোচনা হয়নি। এই প্রশ্নই উঠেছে বারবার-- তাঁর মা কে?

সারোগেট মায়ের পরিচয় দেওয়া আইনত নিষিদ্ধ, তবে সর্বভারতীয় বহু সংবাদমাধ্যমে দাবি, এ দেশের মানুষ নন আব্রামের জন্মদাত্রী সারোগেট মা

অনেকে আবার দাবী করেন আপন বোনের সন্তানকেই নাকি আপন করেছেন গৌরী খান। আব্রামের জন্মের আগে সে খবর কাউকেই জানাননি শাহরুখ

তার জন্মের পর রটে তিনি নাকি দাদা আরিয়ানের অবৈধ সন্তান। অনৈতিক কর্মের ফল! সেই গুঞ্জব নিয়ে একবার মুখ খুলেছিলেন শাহরুখ

তিনি জানিয়েছিলেন এ সব রটনা ছাড়া কিছুই নয়। বাবার চোখের মণি আব্রাম। তাঁকে প্রতিমুহূর্তে আগলে রাখেন দাদা আরিয়ান ও দিদি সুহানা

আব্রামের আসল মাকে তা নিয়ে বলিপাড়ায় আজও চলে আলোচনা। যদিও শাহরুখ ও গৌরী এই নিয়ে স্পিকটি নট।