তাঁর বাংলা গান নিয়ে চর্চা হয় সর্বত্র। শুকনো পিঁয়াজকলি থেকে নতুন আলুর খোসা... এসবই জায়গা করে নিয়েছে তাঁর গানের লাইনে।
কিন্তু অনুপমকে বাংলা ভাষা শিখিয়েছিলেন কে? সেই ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছে। অনুপম নিজেই জানিয়েছেন তাঁর কথা।
সেই ব্যক্তি আর কেউ নন, অনুপমের মা। ১৮ জানুয়ারি মায়ের জন্মদিনে তাঁর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে নিয়েছেন অনুপম।
ছোটবেলার ছবি শেয়ার করেছেন অনুপম। সেই ছবিতে দেখা যায় তিনি এবং তাঁর মা। তসরের পঞ্জাবি পরে অনুপম মাকে আলিঙ্গন করে রয়েছেন।
ক্যাপশনে তিনি লিখেছেন, "আমাকে বাংলা ভাষা ভালবাসতে শিখিয়েছে মা। সাহিত্য এবং সঙ্গীতকে আঁকড়ে বেঁচে থাকার শিক্ষাও মায়ের থেকেই।"
অনুপমের এই পোস্টের পর তাঁর মায়ের জন্য শুভেচ্ছাবার্তা ভেসে এসেছে কমেন্ট বাক্সে। অভিনেতা-প্রযোজক যিশু সেনগুপ্তর স্ত্রী অভিনেত্রী নীলাঞ্জনা ভৌমিকও জানিয়েছেন 'হ্যাপি বার্থডে'।
অনুপমের এক অনুরাগী লিখেছেন, "আন্টি থ্যাঙ্ক ইউ। আপনার জন্য একজন অনুপম রায়কে পেয়েছে বাঙালিরা।"
এক অনুরাগী লিখেছেন, "মা-ই তো আমাদের প্রিয় ও প্রথম শিক্ষিকা।" অন্য এক অনুরাগী লিখেছেন, "খুব ভাল কাটুক আপনার আগামীর দিনগুলি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।"