07 April, 2024

এই পুরুষই ছিলেন ঐশ্বর্যার প্রথম প্রেমিক! চেনেন তাঁকে?

TV9 Bangla

বিতর্ক বরাবরই এড়িয়েই চলতে পছন্দ করেন ঐশ্বর্যা রাই বচ্চন। ক্যামেরা সামনে বুঝেশুনেই মুখ খুলতে দেখা যায় তাঁকে।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চুপই থাকতে দেখা যায় তাঁকে। কিন্ত কোনও কোনও সময় এ নিয়মেরও ঘটে ব্যতিক্রম।

এই বিশ্বসুন্দরীর প্রেমজীবন নিয়ে আলোচনা শেষ নেই। জানেন কে ছিল তাঁর প্রথম চর্চিত প্রেমিক?

ঘটনার শুরুটা ১৯৯৪ সালে। সবে বিশ্ব সুন্দরীর খেতার জিতেছিলেন ঐশ্বর্য। আর সেই সময় এক সুদর্শন পুরুষকে জড়িয়ে ঐশ্বর্যাকে নিয়ে হয় জোর চর্চা

কে সেই পুরুষ? তিনি আর কেউ নন, তিনি আর কেউ নন-- সুপারমডেল রাজীব মূলচন্দানি। শোনা যায় তাঁকেই নাকি ডেট করছেন রাইসুন্দরী

এর আগে মণীষা কৈরালার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তাই মণীষা সেই খবর জানামাত্রই ঐশ্বর্যাকে নিয়ে করেন বিস্ফোরক কিছু মন্তব্য

যদিও রাজীবকে ভাল বন্ধু বলেই দাবি করেছিলেন অ্যাশ। তবে সূত্র বলে, অল্প দিনের জন্য হলেও সত্যি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রাজীব ও ঐশ্বর্য।

তবে সেই সম্পর্ক স্থায়ী হয়নি। অল্প কিছু দিন পরেই তা ভেঙে পড়েছিল। এই মুহূর্তে অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহিত সম্পর্কে আছেন রাইসুন্দরী