সলমন খানের বিয়েটা ঠিক হয়ে গিয়েছিল। কার্ড বিলি করা হয়ে গিয়েছিল। কিন্তু তাঁর আর বর সাজা হল না। এখনও তিনি আইবুড়োই। নানা কারণে সেই বিয়েটা ভেস্তে গিয়েছিল ভাইজানের।
সলমনের সেই বিয়েতে পাত্রী ছিলেন তৎকালীন হিরোইন সঙ্গীতা বিজলানী। যিনি পরবর্তীকালে বিয়ে করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আজ়হারউদ্দিনকে।
ক্রিকেট তারকার সঙ্গে তাঁর প্রেমের সূচনা হওয়ার অনেক আগে সলমনকে মন দিয়ে ফেলেছিলেন সঙ্গীতা। তাঁদের বিয়েটাও ঠিক হয়ে গিয়েছিল। বিয়ের কার্ড পর্যন্ত ছাপান হয়ে গিয়েছিল।
অনেক আমন্ত্রিতর কাছে পৌঁছেও গিয়েছিল কার্ড। শেষ মুহূর্তে সব পণ্ড হল। এর জন্য নাকি একমাত্র দায়ী ছিলেন সলমনই। তাঁর দোষেই সঙ্গীতার আর মিসেস খান হওয়া হয়নি।
‘কফি উইথ করণ’-এর সঞ্চালক করণ জোহার সলমনকে শোতে ডেকে এনে সেই প্রসঙ্গ উত্থাপন করেছিলেন অনেকগুলো বছর আগে।
করণ তাঁকে জিজ্ঞেস করেছিলেন, “সলমন শুনেছি তোমার নাকি একবার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। কার্ডও বিলি করা হয়ে গিয়েছিল। তারপর তুমি সেই বিয়েটা করোনি। ঠিকই ঘটেছিল আমাকে বলত।”
এমন এক ব্যক্তিগত প্রশ্ন যে আসবে আন্দাজই করতে পারেননি সলমন। প্রশ্ন শুনেই তাঁর গলা ধরে গিয়েছিল। চোখ নামিয়ে ফেলেছিলেন ভাইজান। খানিক অপ্রস্তুত হয়ে পড়েছিলেন তিনি।
মুখ থেকে একেবারেই কথা সরছিল না তাঁর। নম্র গলায় সলমন বলেছিলেন, “আমার সঙ্গে বিয়ে ঠিক হয় অভিনেত্রী এবং আমার প্রেমিকা সঙ্গীতা বিজলানির।”
করণ জোহার হাসতে-হাসতে বলেছিলেন, “সেই বিয়েটা আর হল না কেন? তুমি কি তখন অন্য কোনও মহিলার সঙ্গে ব্যস্ত ছিলে। সঙ্গীতাকে ঠকিয়েছিলে।”
স্বাভাবিক সারল্যের সঙ্গে সলমন স্বীকার করেছিলেন, “হ্যাঁ আমি তখন ঠকিয়েছিলাম সঙ্গীতাকে। অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম আমি। ফলে সঙ্গীতা আমাকে ছেড়ে চলে যায়। আমার আর বিয়েটাই করা হয়নি।”