6 October 2023

কেন মাথায় পাগড়ি পরা শুরু করেছেন অরিজিৎ?

ইদানিং সারাক্ষণই পাগড়ি পরে দেখা যাচ্ছে অরিজিৎ সিংকে। আগে কিন্তু পাগড়ি পরতেন না তিনি। কিন্তু সম্প্রতি তাঁকে পাগড়িতেই দেখা যাচ্ছে। এমনটা কেন করছেন গায়ক?

আসলে জন্ম সূত্রে অরিজিতের বাবা পঞ্জাবী এবং মা বাঙালি। অরিজিতের বাবার দিক থেকে পাগড়ি পরার প্রথা। নিজের সংস্কৃতির কাছাকাছি থাকতে চাইছেন অরিজিৎ। 

তাই পাগড়ি পরছেন। কিছুদিন আগেই মাকে হারিয়েছেন অরিজিৎ। করোনায় আক্রান্ত হয়েছিলেন তাঁর মা। পুরোপুরি সেরেও উঠেছিলেন তিনি। তবে স্ট্রোকে মৃত্যু হয় তাঁর।

মায়ের মৃত্যুর পর থেকেই আরও বেশি করে পাগড়ি পরতে শুরু করেছেন অরিজিৎ। তবে তাতেও স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন গায়ক। তাঁকে বেশ অন্যরকম লাগছে দেখতে। 

পঞ্জাবীদের মতো পাগড়ি পরেন না অরিজিৎ। ভেজিটেবল ডাই করা কিংবা প্রিন্ট করা পঞ্জাবী পরেন তিনি। পাগড়ি পরার ধরনটাও তাঁর আলাদা। তাই অনেকের জিজ্ঞাস্য, কেন মাথায় পাগড়ি পরছেন?

২০০৫ সালে 'ফেম গুরুকুল' রিয়্যালিটি শোয়ে অংশ নিয়েছিলেন অরিজিৎ। প্রতিযোগিতা জিততে না পারলেও সক্কলের নজর কেড়েছিলেন গায়ক। তারপর মুম্বইয়ে স্ট্রাগল শুরু করেন।

'আশিকী ২' ছবিতে গান গেয়ে লাইমলাইট ছিনিয়ে নিয়েছিলেন। তারপর একের পর-এক ছবিতে গান গেয়ে চলেছেন তিনি। কখনও বাংলায়, কখনও হিন্দিতে। রণবীর কাপুর থেকে রণবীর সিং, তাঁর গান না থাকলে কোনও ছবিই সম্পূর্ণ হয় না। 

তবে এত সাফল্য পেয়েও, মুম্বইয়ে বিলাশবহুল জীবন কাটিয়েও জিয়াগঞ্জেই থাকেন অধিকাংশ সময়। সেখানেই স্কুটি চালিয়ে ঘুরে বেড়ান এই গায়ক। তাঁর জীবনদর্শন মুগ্ধ করে সক্কলকে।