খিদেটা একটু সবুর করুন। সারারাত ঠাকুর দেখার পাশাপশি খিদে পেলে কোন কোন খাবার সহজেই পেয়ে যাবেন দেখে নিন একনজরে
সস্তায় পুষ্টিকর বলতে যা বোঝায় এগরোল একেবারেই সেটা। ডিম আর পরোটা আর চিকেন দিয়ে তৈরি রোল খেলে পেটের সঙ্গে ভরবে মনও। এই রোলের চাহিদা তো সর্বত্র। ১০০টাকার মধ্যেই হয়ে যাবে
ফুচকা সবারই বেশ পছন্দের। সারা বছরই ফুচকার একটা চাহিদা থাকে তবে পুজোয় ফুচকা হবে না তাকি হয়? রাস্তায় দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে ফুচকা খাওয়ার মজাই আলাদা
রোল যদি পছন্দ না থাকে তবে চাউমিন খেতেই পারেন। চাউমিনও বেশ পেট ভরায়। চাউমিনেরও অপশন অনেক। কম দাম থেকে শুরু করে বেশি সব দামেই পাওয়া যায় এই খাবার
ছোট দোকান থেকে শুরু করে বড় দোকান সব জায়গাতেই কম বেশি মোমো পাওয়া যায়। স্বাস্থ্য সচেতনদের জন্য মোমো খুব ভালো অপশন। তেল মশলাও তেমন একটা থাকে না
যদি চটপটা কিছু পছন্দ হয় তবে খেতেই পারেন পাপড়ি চাট। টক, ঝাল, মিষ্টি সব স্বাদ এক সঙ্গে পেতে পুজোর খাবারের লিস্টে রাখতেই হবে পাপড়ি চাট
শেষ পাতে আইসক্রিম থাকবেই। পুজোয় অনেক্ষণ ঘোরাঘুরির পরে গরম লাগলেই খেয়ে নিতে পারেন আইসক্রিম। আর এই আইসক্রিম দিয়েই শেষ করতে পারেন আপনার পুজোর খাওয়া দাওয়া