দীপান্বিতার আরাধনায় বাড়িতেই বানিয়ে নিন এই পিঠে

2 November 2023

অনের বাড়িতেই কালীপুজের দিন হয় লক্ষ্মীপুজো। বিশেষত যাঁরা এবার বাংলার মানুষ তাঁদের অধিকাংশের বাড়িতেই এদিন হয় দীপান্বিতা লক্ষ্মী

অলক্ষীকে বিদায় করে লক্ষ্মীর আগমন জানানো হয় অমাবস্যার রাতে। এদিন লক্ষ্মীর বন্দনার পাশাপাশি মা কালীরও আরাধনা করা হয়

উত্তরভারতে এদিন লক্ষ্মী-গণেশের আরাধনা করা হয়। হয় হালখাতার উৎসবও। একই সঙ্গে ধনতেরাস উৎসব এবং ধনলক্ষ্মীর আরাধনাও হয়

ঘর পরিষ্কার করে বাড়িতে সুন্দর করে আলপনা এঁকে, ফুল-আলো দিয়ে সাজিয়ে তারপর হয় ক্ষ্মীর আরাধনা। সেই সঙ্গে পুজোয় সোনা, রুপো, চাল, কড়ি এসবও দেওয়া হয়

১২ নভেম্বর দীপান্বিতা লক্ষ্মীপুজো। এদিন যদি নিষ্ঠামেনে বাড়িতে লক্ষ্মীর আরাধনা করতে পারেন তাহলে ধনলক্ষ্মীর আর্শীবাদ থাকবে আপনার উপর, সঙ্গে সুন্দর করে ভোগ সাজাতেও ভুলবেন না

লাড্ডু, নাড়ু, বরফি, খই, মুড়কি, ফল, চিঁড়ে, সুজি, লুচি এসব দিয়েই পুজো করা হয়। এর সঙ্গে  বানিয়ে দিন কলার এই পিঠে, দিতে পারেন মালপোয়াও

ময়দা, সুজি, নারকেল কোরা, চিনি, তিনটে পাকা কলা, সামান্য নুন, দারচিনি গুঁড়ো মিশিয়ে একসঙ্গে মেখে নিতে হবে

এবার এর মধ্যে দুধ, হাফ চামচ বেকিং পাউডার মিশিয়ে দিন। এবার তা ৩০ মিনিট রেখে বড়া আকারে তেলের মধ্যে দিয়ে ভেজে ফেলুন। এতে খেতে হবে খুব ভাল, খুশি হবেন মা লক্ষ্মী