3 February 2024

রেস্তরাঁর চিকেন হরিয়ালি কাবাব এবার বাড়িতেই

credit: istock

TV9 Bangla

যে হরিয়ালি কাবাব আপনি রেস্তরাঁ কিংবা রাস্তার ধারের দোকানে খান, তা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তাও আবার খুব সহজেই।

কীভাবে বানাবেন চিকেন হরিয়ালি কাবাব? চিকেন কিউব বোনলেস (৩০০ গ্রাম), টক দই (১ কাপ), ধনেপাতা কুচনো (১ কাপ), পুদিনাপাতা কুচনো (১/২ কাপ)।

কাঁচালঙ্কা (৩-৪টি), গোলমরিচ গুঁড়ো (১ চা চামচ), আদা ও রসুন বাটা (২ চা চামচ), লেবুর রস (২ টেবিল চামচ), কাবাবের কাঠি, গলানো মাখন (১/২ কাপ)

এবার আপনাকে যা করতে হবে, তা হল মিক্সিতে ধনেপাতা, পুদিনাপাতা ও কাঁচালঙ্কা দিয়ে ভাল করে পেস্ট করে নিতে হবে।

এবার একটা বড় পাত্রে চিকেন কিউব নিয়ে তাতে টকদই, ধনেপাতা-পুদিনা পাতা বাটা, আদা ও রসুনবাটা, নুন, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে তিন থেকে চার ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

তারপর ম্যারিনেশন থেকে চিকেন কিউবগুলোকে তুলে নিয়ে কাবাব কাঠির মধ্যে ঢুকিয়ে নিতে হবে।

এরপর ওপর থেকে গলানো মাখন ব্রাশ করে গ্যাস ওভেনে গ্রিল স্ট্যান্ড বসিয়ে চিকেন সমেত কাবাব কাঠি গুলিকে বসিয়ে এপিট ওপিট খুব ভাল করে সেঁকে নিন।

চাইলে ওভেনে বেকও করতে পারেন। সেক্ষেত্রে প্রিহিটেড ওভেনে গ্রিল মোডে ১৬৫ ডিগ্রি ফারেনহাইটে ১০ থেকে ১৫ মিনিট গ্রিল করে নামিয়ে নিতে হবে।