খুচখাচ মুখ চালান হেলদি বাদাম চাটে

28 August 2023

ব্রেকফাস্ট, লাঞ্চের পর বিকেলের দিকে খুচখাচ খিদে পায়। তখন মনে হয় চায়ের সঙ্গে একটু টা হলে ভাল হয়। আর এই সময়ই ভুলভাল খাবার খাওয়া হয়ে যায়

ওজন কিন্তু এখানেই বাড়ে। বাইরের খাবারের মধ্যে তেল, ফ্যাট এসব থাকেই। ফলে কিছুতেই তা স্বাস্থ্যকর হয় না। তখন চপ-মুড়িই বেশি সুস্বাদু লাগে

এই সমস্যা সবচেয়ে বেশি হয় অফিসে। কেউ একজন ফুচকা, চাউমিন বা চার্ট খেলে তাকে দেখে অন্যদের খেতে ইচ্ছে করে। আর তাই এই সময় বাইরে খাওয়া হয়ে যায়

ওজন নিয়ন্ত্রণে রাখতে হলে জিভে লাগাম টানা জরুরি। সঙ্গে ক্যালোরি মেপে খাবার খেতেই হবে। নইলে অতিরিক্ত খাওয়া হয়ে যাবে,তাই রইল সুস্বাদু এই রেসিপি। একটা বক্সে সঙ্গে করে রেখে দেবেন

কড়াইতে ঘি গরম করে ২৫ টা চিনেবাদাম দিয়ে ভেজে নিতে হবে। বাদাম তুলে রেখে ওই কড়াতেই প্রথমে আমন্ড, তারপর কিছু পেস্তা ভেজে নিন ১/৪ কাপ পরিমাণে দিয়ে

এবার হাফ কাপ মাখানা দিয়ে নেড়েচেড়ে নিন। দু চামচ কিশমিশ মেশান, কয়েকট কাঁচালঙ্কা একদম অল্প মাপে কুচি করে মিশিয়ে নাড়তে থাকুন

এক মিনিট ভাজা হলে মাখনা নামিয়ে বাদামের সঙ্গে মেশান। এবার স্বাদমতো নুন, মিষ্টি, গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিন বাদাম-মাখনার সঙ্গে

এবার তা টিফিন বাটি বা এয়ার টাইট কন্টেনারে ভরে ফেলুন, এতে খেতে লাগবে খুব ভাল। পেটও ভরবে, অন্য কিছু খাওয়ার ইচ্ছে থাকবে না

যাঁরা ওজন কমাতে চাইছেন তাঁরা এভাবে মাখানা বানিয়ে খান। এতে পেট ভরবে, মন ভরবে আর ক্যালোরি থাকে কম। একটু খেলে আর অন্য ভাজাভুজি খেতে লাগবে না