বিজয়ার অতিরিক্ত মিষ্টিমুখ করলেই যে সব রোগের পাল্লায় পড়বেন

 26 October 2023

কৈলাশে স্বামীর কাছে পাড়ি দিয়েছেন উমা। আবারও একটা বছরের অপেক্ষা। দশমীর সিঁদুর খেলার পর খানিকটা বিষাদ মনে নিয়েই চলে মিষ্টিমুখ পর্ব

ছোটদের শুভেচ্ছা, বড়দের প্রণাম আর কোলাকুলির মধ্যে দিয়ে হয় বিজয়ার শুভেচ্ছা বিনিময়। বিজয়ার শুভেচ্ছা বিনিময়ে কিছু থাকুক আর নাই থাকুক মিষ্টি, নিমকি কিন্তু ধরাবাঁধা

বাড়িতে বানানো মিষ্টি, জিবেগজা, কুচো নিমকি, নারকেল নাড়ু, সন্দেশের স্বাদ আলাদাই ছিল। সেই স্বাদের সঙ্গে কোনওদিন তুলনা চলে না বাজার চলতি ফিউশন মিষ্টির

এখন অধিকাংশ বাড়িতেই সুগারের রোগী। ওজন বেড়ে যাওয়ার ভয়েও অনেকে মিষ্টি খেতে চান না। আর তাই বাড়িতে মিষ্টি আসে না। তবে মিষ্টি খেতে কে আর না ভালবাসে

দোকান থেকে কিনে আনা মিষ্টি অতিরিক্ত খেলেই পড়তে পারেন একাধিক রোগের খপ্পরে। মিষ্টি খেয়েই জল খেলে হতে পারে অ্যাসিডিটির সমস্যা। তাই সন্দেশ, লাড্ডু এসব বুঝে খেতে হবে

যাঁদের দুধের খাবার সহ্য হয় না তাঁরা যদি লোভে পড়ে মিষ্টি খেয়ে ফেলেন তাহলেই বিপত্তি। সাধারণত মিষ্টি দুধের থেকে তৈরি হয়। একটার জায়গায় দুটো রসগোল্লা, সন্দেশ খেলে গ্যাস হবেই

বেশি মিষ্টি খেলে দাঁতেরও সমস্যা হয়। কারণ বেশিরভাগ সময়ই এইসব মিষ্টির কিছুটা অংশ দাঁতের ফাঁকে আটকে যায়। তারপর সেখান থেকে ব্যাকটেরিয়া সংক্রমণের সম্ভাবনা থাকে

শরীরের যে কোনও ব্যথা বাড়াতে একাই একশমিষ্টি। আর্থ্রাইটিস থাকলে মিষ্টি একদম নয়। এছাড়াও শরীরে যদি কোথাও ব্যথা থাকে, অনেকদিনের পুরনো কোনও যন্ত্রণা থাকে তাহলেও ভুল করে মিষ্টি নয়