এই টোটকাতে কাচের বোতল ঝকঝকে করে তুলুন

30 September 2023

প্লাস্টিক বোতল দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। কিন্তু স্বাস্থ্যের জন্য প্লাস্টিকের বদলে কাচের বোতলে জল খাওয়া ভাল।

প্লাস্টিক বোতলে এমন অনেক উপাদান থাকে, যা ক্যানসার, ডায়াবেটিস, প্রজনন সম্পর্কিত নানা সমস্যা বাড়িয়ে তোলে।

স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই প্লাস্টিক ছেড়ে কাচের বোতলের ব্যবহার শুরু করেছেন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে কাচের বোতল পরিষ্কার করা।

কাচের বোতল পরিষ্কার করা সহজ কাজ নয়। তবে, ঘরোয়া টোটকাতে আপনি ঝকঝকে করে তুলতে পারেন কাচের বোতল।

এক কাপ জলে লেবুর টুকরো ও নিম পাতা একসঙ্গে ফুটিয়ে নিন। এই মিশ্রণটি কাচের বোতলে ঘণ্টাখানেক ভরে রেখে দিন।

ঘণ্টাখানেক পর বোতলটা ভাল করে ঝাঁকিয়ে নিন। এরপর পরিষ্কার জলে ধুয়ে নিন। এতে বোতলে জমে থাকা ময়লা ও জীবাণু পরিষ্কার হয়ে যাবে।

গরম জলে বেকিং সোডার সঙ্গে লেবুর জল মিশিয়ে বোতলে ভরে রাখুন। ঘণ্টাখানেক পর ঝাঁকিয়ে নিন। তারপর জল দিয়ে ধুয়ে নিন।

গরম জলে বাসন মাজার তরল সাবান ও নুন মিশিয়ে কাচের বোতলে কিছুক্ষণ ভরে রাখুন। তারপর ঝাঁকিয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।