23 December 2023

ভুলেও মাইক্রোওয়েভে ঢোকাবেন না এসব জিনিস

credit: istock

TV9 Bangla

অনেক দাম দিয়ে মাইক্রোওয়েভ কিনেছেন। কিন্তু তা সঠিকভাবে ব্যবহার করতে জানেন কি? ভুল করলেই হতে পারে বিরাট ক্ষতি।

ভুলেও মাইক্রোওয়েভে কিছু কিছু জিনিস গরম করার জন্য ঢোকাবেন না। তাহলে যখন তখন আপনার মাইক্রোওয়েভটি ফেটে যেতে পারে।

মাইক্রোওয়েভে ডিফ্রোস্টার এবং এয়ার ফ্রাইয়ার প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়। তাই যে কোনও জিনিস গরম করার আগে বিশেষ কিছু বিষয় নজরে রাখা প্রয়োজন।

আপনাকে এমন কয়েকটি জিনিস জানানো হবে, যা কখনওই মাইক্রোওয়েভে ভরা উচিত নয়। তালিকার প্রথমেই রয়েছে প্লাস্টিক পাত্র।

কোনও খাবার প্লাস্টিক পাত্রে রেখে সেটিকে ভুলেও মাইক্রোওয়েভে গরম করতে দেবেন না। এতে আপনার মাইক্রোওয়েভটি খারাপ হয়ে যেতে পারে।

ভুলেও কোনও ধাতুর পাত্র মাইক্রোওয়েভে ঢোকাবেন না। ধাতব পাত্রগুলি আপনার খাবারকে গরম করবে না। উল্টে মাইক্রোওয়েভটি গরম হয়ে ফেটে যাবে।

মাইক্রোওয়েভে ডিম সেদ্ধ করার চেষ্টা করছেন? ভুলেও এই কাজ করবেন না। খোসাযুক্ত ডিম গরম হওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে বাষ্প তৈরি হয়, ফলে মাইক্রোওয়েভটি বিস্ফোরিত হতে পারে।

অ্যালুমিনিয়াম ফয়েলে কোনও খাবার গরম করার জন্য ভিতরে রাখবেন না। অ্যালুমিনিয়াম ফয়েলগুলি মাইক্রোওয়েভের ভিতর গলে যেতে পারে। তার পরিবর্তে বাটার পেপার ব্যবহার করুন।