কোন কেন্দ্র থেকে ভোটে লড়বেন অখিলেশ যাদব এই নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা গুঞ্জন চলছে
লখনউ জুড়ে গুঞ্জন এবারের নির্বাচনে প্রথমবারের জন্য প্রার্থী হতে পারেন মুলায়ম পুত্র।
জানা গিয়েছে, এবারের নির্বাচনে মণিপুরী জেলার কারহাল কেন্দ্র থেকে ভোটের ময়দানে নামতে পারে অখিলেশ
কারহাল সমাজবাদী পার্টি তথা যাদব পরিবারকে কোনও দিনও খালি হাতে ফেরায়নি। ১৯৯৩ সাল থেকে প্রত্যেক নির্বাচনে এই কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির প্রার্থীরা জয়ী হয়েছেন।