25 July 2024

আদরের পোষ্যের জন্য ভাল কোন ৩ ফল?  

credit: google

TV9 Bangla

বাড়ির পোষ্য বাড়ির ছোট সদস্যের মতো। তাই অনেকেই তাঁকে ভালবেসে যা নিজেরা খান তাই খেতে দেন। তবে এমনটা কিন্তু ঠিক নয়।

পোষ্যের খাওয়া দাওয়া, ডায়েট নির্ভর করে তাঁর বয়স, এবং প্রজাতির উপরে। বিশেষ করে সেই পোষ্য যদি কুকুর হয় তাহলে তো আরও বেশি।

ভালবেসে সব কিছু খাওয়ালে, তা কিন্তু আদপে আপনার প্রিয় পোষ্যের ক্ষতির কারণ হতে পারে।

অনেকেই আবার নিজের পোষ্যের শরীর স্বাস্থ্য ভাল রাখার জন্য রোজ অথবা নিয়ম করে মরসুমি ফল খাওয়ান।

তবে সব ফল যে আপনার পোষ্যের শরীরের জন্য ভাল বা উপকারি তেমনটা কিন্তু নয়। তা হলে কোন ফল খাওয়াবেন? রইল টিপস।

আপেল হল ভিটামিনের খনি, এছাড়া রয়েছে  ম্যালিক অ্যাসিড যা পোষ্যের দাঁত মজবুত করে, হাড়ের যত্ন নেবে। আপেলের বীজে রয়েছে সায়ানাইড, তা যেন না খেয়ে ফেলে। 

গরমকালে পোষ্যকে আম খাওয়াতে পারেন। তবে আমের খোসা ছাড়িয়ে খেতে দিন। না হলে পোষ্যের ত্বকে নানা সমস্যা হতে পারে।

কলা পটাশিয়ামের উৎস। পোষ্যের শরীরে পটাশিয়ামের ঘাটতি হলে, কলা খাওয়াতে পারেন। তবে খোসা ছাড়িয়ে দেবেন না হলে পেটের গোলমাল হতে পারে।