11 February 2024

কোনও কারণ ছাড়াই মাথা ঘুরছে? প্রেশার চেক করুন

credit: istock

TV9 Bangla

রক্তচাপ বেড়ে গেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। সেখান থেকে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঘটনাও ঘটে। কিন্তু রক্তচাপ কমে যাওয়াও ভাল নয়।

90/60mmHg থেকে 120/80mmHg পর্যন্ত স্বাভাবিক রক্তচাপ মাত্রা ধরা হয়ে থাকে। এর চেয়ে নীচে রক্তচাপ নামলেই সচেতন হওয়া দরকার।

যাঁদের সবসময় রক্তচাপ বেশি থাকে, তাঁদেরও কখনও-সখনও 'লো প্রেশার' হতে পারে। তাই হাইপোটেনশনের উপসর্গ জেনে রাখা দরকার।

রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কমে গেলে মাথা ঘুরতে থাকে। কোনও জায়গায় বসে থাকার পর উঠে দাঁড়াতে গেলে মাথা ঘুরে যায়।

রক্তচাপ কমে গেলে বমি বমি ভাব, গা গুলানোর মতো উপসর্গ দেখা দেয়। দেহে অক্সিজেনের ঘাটতি তৈরি হলেও এই লক্ষণ দেখা দেয়। 

রক্তচাপ কমে গেলে হৃদস্পন্দন অনিয়মিত হয়ে যায়। শ্বাসকষ্ট, দমবন্ধ হয়ে যাওয়ার মতো নানা উপসর্গ দেখা দেয়। শরীর ক্লান্ত হয়ে পড়ে।

হঠাৎ করে রক্তচাপ কমে গেলে চোখে ঝাপসা খতে পারেন। রক্তচাপ কমে গেলে দেহে রক্ত সঞ্চালন ব্যাহত হয় এবং চোখের স্নায়ুও ক্ষতিগ্রস্ত হয়।

অনেক সময় গরমেও শরীরে কাঁপ দিতে থাকে। শরীরে অস্বস্তি হতে থাকে। এটা রক্তচাপ কমে যাওয়ার ফলে হয়। নুন-চিনির জল খেলে স্বস্তি আসে।