26 July 2024
এই ৬ লক্ষণ মানেই কোলেস্টেরল
credit: istock
TV9 Bangla
কোলেস্টেরলের বাড়বাড়ন্ত হার্ট অ্যাটাক, স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে তোলে। সময় থাকতে বাড়তি কোলেস্টেরল নিয়ে সচেতন না হলেই বিপদ।
রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়লে শরীরে নানা সমস্যা দেখা দেয়। সেই উপসর্গগুলোকে এড়িয়ে গেলে বড় বিপদ হতে পারে।
কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধির পাশাপাশি দেহে রক্তচাপও কিন্তু বাড়ে। ১৩০/১৮০ mmHg-এর বেশি রক্তচাপ থাকলে অবশ্যই রক্ত পরীক্ষা করান।
একটু দ্রুত হাঁটলে কিংবা সিঁড়ি ভাঙার সময় পায়ে টান ধরে? মাঝেমধ্যে পায়ের পাতা অসাড় হয়ে যায়? এটা কিন্তু কোলেস্টেরলের লক্ষণ।
খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়লে তা রক্তনালিতে জমতে থাকে। এতে রক্ত সঞ্চালন ব্যাহত হয়। এর জেরে দেহের বিভিন্ন অংশে ব্যথা-যন্ত্রণা হতে থাকে।
কোলেস্টেরল বৃদ্ধির জেরে ধমনীতে প্লাক তৈরি হয় এবং ফুসফুসে রক্ত সঞ্চালনে বাধা তৈরি হয়। তাই একটুতেই শ্বাসপ্রশ্বাসের সমস্যা হয়।
কোলেস্টেরল বাড়লে কিন্তু হার্টের সমস্যা হবেই। ঘন ঘন বুকে চাপ লাগা, অস্বাভাবিক ব্যথা হওয়ার মতো নানা উপসর্গ দেখা দেয়।
চোখের পাতার উপর হলদে দাগ কিন্তু কোলেস্টেরলের খুব কমন লক্ষণ। এমন কোনও উপসর্গ দেখা দিলে লিপিড প্রোফাইল পরীক্ষা করিয়ে নিন।
আরও পড়ুন