মুখই বলে দেবে কোন রোগ বাসা বাঁধছে শরীরে
03 October 2023
মন খারাপ থাকুক বা শারীরিক কষ্ট, সবকিছুর ছাপ ফুটে ওঠে মুখের মধ্যে। আবার মুখে কোনও রোগের উপসর্গও দেখা দিতে পারে।
অনেক সময় বেশ কিছু রোগের উপসর্গ মুখের মধ্যে ফুটে ওঠে। তাই কোন উপসর্গগুলো এড়িয়ে যাওয়া উচিত নয়, জেনে রাখা দরকার।
চোখের নীচে ডার্ক সার্কেল চওড়া হলে বুঝবেন ইনসুলিন হরমোনের কার্যকারিতা কমছে। মানসিক চাপের কারণেও এমনটা হতে পারে।
চোখের নীচে ফোলাভাবও উচ্চ কোলেস্টেরল, রক্তচাপ ও কিডনির সমস্যার কারণ হতে পারে। তাই এই লক্ষণগুলো এড়িয়ে যাবেন না।
ত্বকের পাশাপাশি আপনার চোখ যদি হলেদেটে বা ঘোলাটে দেখায়, অবিলম্বে সাবধান হওয়া জরুরি। এটা জন্ডিসের লক্ষণ।
রই প্রিয়। স্বাস্থ্যের জন্যও উপকারী ইডলি।
চোখে লালচে ভাব থাকে বা রক্তবর্ণ হয়, এটা লিভারের সমস্যার ইঙ্গিত। এছাড়া চোখে পোকা পড়লে বা সাবানের কণা ঢুকে গেলেও এমন হয়।
সারাবছর শুষ্ক ঠোঁট বা ফাটা ঠোঁট ডিহাইড্রেশনের লক্ষণ। অনেক সময় অ্যালার্জির প্রতিক্রিয়া হিসেবেও শুষ্ক ঠোঁটের সমস্যা দেখা দিতে পারে।
মুখের উপর বাদামি রঙের ছোপ-ছোপ দাগ ত্বকের সমস্যা। এই ধরনের দাগ হরমোনের ভারসাম্যহীনতার কারণে দেখা দেয়।
আরও পড়ুন