7 March 2024

মহিলাদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ৬ লক্ষণ

credit: istock

TV9 Bangla

আজকাল মারণরোগ ক্যানসারে আক্রান্ত হওয়ার হার অতিরিক্ত বেড়ে গিয়েছে। বিশেষত, মহিলাদের মধ্যে স্তন ক্যানসার, জরায়ু ক্যানসারের হার বেড়ে গিয়েছে।                                             

ক্যানসারে আক্রান্ত হলেও প্রাথমিক স্তরে অনেকেই বুঝতে পারেন না। কিন্তু, স্তন ক্যানসার বা জরায়ু ক্যানসারের বিশেষ কয়েকটি উপসর্গ রয়েছে।                                             

হঠাৎ স্তনে ব্যথা, ফোলাভাব  বা স্তনবৃন্ত থেকে দুধ জাতীয় কিছু নিঃসরণ হলে চিকিৎসকের পরামর্শ নিন। এগুলি স্তন ক্যানসারের লক্ষণ হতে পারে।                                           

অনিয়মিত ঋতুস্রাব বা মেনোপজের পর রক্তপাত শুরু হলে অথবা প্রতি বারই সঙ্গমের পর রক্তপাত, ইউরেট্রাস জরায়ু বা ইউরেট্রাস বা ওভারিয়ান ক্যানসারের লক্ষণ।                                             

কয়েক সপ্তাহ ধরে টানা কাশি হলে, গলার স্বর কর্কশ হয়ে গেলে ডাক্তার দেখান। এগুলি ফুসফুস বা গলার ক্যানসারের লক্ষণ হতে পারে।                                            

গলার গ্রন্থি ফুলে যাওয়াও ক্যানসারের লক্ষণ হতে পারে। যদি  বাহু, ঘাড় এবং কুঁচকির নীচের অংশে ফোলাভাব দেখা যায় এবং ৩-৪ সপ্তাহের পরেও না কমে, তাহলে ডাক্তার দেখান।                                            

দীর্ঘদিন ধরে বদহজম, অ্যাসিডিটির সমস্যায় ভুগলে, ওজন ক্রমাগত কমলে  অবহেলা করবেন না। এটা পেট বা জরায়ু ক্যানসারের কারণ হতে পারে।                                           

ঠোঁটে বা মুখের ভিতরের অংশে কালশিটে দাগ, ঝাল জাতীয় কিছু খেলে জ্বালাভাব, লালচে কিংবা সাদাটে ঘা মুখের ক্যানসারের লক্ষণ হতে পারে। মূলত, ধূমপায়ীদের এরকম হয়।