হৃদরোগের সঙ্গে কোলেস্টেরল ওতপ্রোত সম্পর্কযুক্ত। রক্তে ‘এইচডিএল’ ও ‘এলডিএল’- দু ধরনের কোলেস্টেরল থাকে। এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়লে হার্ট অ্যাটাক, স্ট্রোকের সম্ভাবনাও বেড়ে যায়।
হার্ট ভাল রাখতে রক্তে এলডিএল-এর মাত্রা ঠিক রাখা জরুরি। কিন্তু, এলডিএল-এর মাত্রা বেড়েছে কিনা সে বিষয়ে প্রথমে অনেকেই বুঝতে পারেন না। তাই খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ার উপসর্গগুলি জেনে নিন।
রক্তে খারাপ কোলেস্টেরল বেড়ে যাওয়ার প্রধান লক্ষণ হল, পায়ের শিরায় টান ধরা। এছাড়া পায়ের উরু থেকে পাতা পর্যন্ত যন্ত্রণা, পায়ের পাতার রং বদলে যাওয়া পায়ের তালু ঠান্ডা হওয়ার কারণও হতে পারে এলডিএল-এর বৃদ্ধি।
খারাপ কোলেস্টেরল বাড়ার অন্যতম লক্ষণ হল, ক্লান্তিভাব। রক্তে এলডিএল-এর মাত্রা বাড়লে সামান্য হাঁটা-চলা করলে বা একটু কাজকর্ম করলেই হাঁফিয়ে পড়বেন, ক্লান্তি অনুভব করবেন।
হাতের তালুতে ব্যথা এবং আঙুলে যন্ত্রণা এলডিএল-এর মাত্রা বাড়ার আরেকটি লক্ষণ। এছাড়া হাতের পেশিতে টান ধরা, হাতের উপর থেকে নীচে যন্ত্রণা, এবং নখে কালসিটে দাগ খারাপ কোলেস্টেরলের কারণ হতে পারে।
এলডিএল অতিরিক্ত বাড়লে বুকে চাপ অনুভব হওয়া, শ্বাসকষ্টের সমস্যা, এমনকি অনেক সময় খিঁচুনিও হতে পারে।
চোখের নীচে বা চোখের পাতা সাদাটে বা হলদে হয়ে যাওয়া, চোখের নীচে ফোলা ভাব খারাপ কোলেস্টেরল বাড়ার অন্যতম লক্ষণ।
হঠাৎ করে ব্লাড প্রেসার বেড়ে গেলে এবং বুকে চাপ অনুভব হলে দেরি না করে কোলেস্টেরল পরীক্ষা করান। এটিও এলডিএল-এর মাত্রা বাড়ার কারণ হতে পারে।