21 June 2024

যে পাঁচ সমস্যার সমাধান লুকিয়ে তুলসী পাতার রসে 

TV9 Bangla

হিন্দু বাঙালিদের বাড়িতে যে তুলসী গাছ থাকেই। তুলসী পাতার অশেষ গুণ।

তুলসী পাতায় রয়েছে একাধিক ভেষজ গুণ। রোজ মধু দিয়ে তুলসী পাতা খেলে বা তুলসী পাতার রস খেলে শরীরের দারুণ উপকার হয়।  

রোজ তুলসী পাতা খেলে একাধিক রোগ ঘেঁষতে পারবে না আপনার শরীরে।

অনেকেরই সারা বছর লেগে থাকে ঠান্ডা। ঠান্ডা লাগা থেকে জ্বর আসে। তুলসী পাতা নিয়ম করে খেলে এই সমস্যা থেকে মুক্তি মিলবে।

তুলসী পাতা বেঁটে তার সঙ্গে আদা ও মধু মেশান। এই মিশ্রণ খেলে বুকে জমে থাকা সর্দি থেকে মুক্তি পাবেন।

তুলসী পাতার রস চন্দন বাঁটার সঙ্গে মিশিয়ে কপালে লাগিয়ে নিন। এতে মাথার যন্ত্রণা থেকে দারুণ রেহাই মেলে।

তুলসী পাতা বমি বমি ভাব দূর করে।

তুলসী পাতায় রয়েছে প্রাকৃতিক আর্দ্রতা। তাই তুলসী পাতা বেঁটে মুখে মাখলে ত্বকের ঔজ্জ্বল্য বাড়বে।