28 March 2024

জিভের উপর সাদাটে দাগ? সাবধান...

TV9 Bangla

অনেকের জিভেই সাদাটে প্রলেপ দেখতে পাওয়া যায়। বিভিন্ন কারণে এ রকম প্রলেপ পড়তে পারে।                        

সঠিকভাবে মুখ পরিষ্কার না করা জিভের উপর সাদাটে দাগের অন্যতম কারণ। মুখ শুকিয়ে গেলেও এমনটা হতে পারে।                       

কী ধরনের খাবার খাচ্ছেন তার উপরও নির্ভর করে জিভের দাগ। যাঁরা বেশি নরম খাবার খান, তাঁদের এই সমস্যা দেখা যায়।                       

আবার যাঁরা মাত্রাছাড়া মদ্যপান এবং ধূমপান করেন। তাঁদের মধ্যেও এ সমস্যা দেখা যায়।                        

ছত্রাকের সংক্রমণের জেরেও এ ধরনের দাগ হতে পারে। যাঁরা বিভিন্ন রোগে আক্রান্ত এবং যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁরা এই সমস্যার সম্মুখীন হন।                       

মুখের ভিতর প্রদাহ হলেও এ রকম দাগ দেখা যেতে পারে। যাঁরা দীর্ঘদিন ক্যানসারের চিকিৎসা করাচ্ছেন, তাঁদের মধ্যেও হতে পারে এই সমস্যা।                       

তাই এ রকম দাগ দেখলে ভালো করে মুখ পরিষ্কার করুন। প্রয়োজন টাং স্ক্র্যাপারের সাহায্য নিতে পারেন।                        

কিন্তু তাতেও যদি সাদাটে ভাব দূর না হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। কী কারণে এমনটা হচ্ছে, তা জানা একান্ত আবশ্যক।