17 January 2024

কাটাছেঁড়ার যত্ন নেবেন যেভাবে...

credit: istock

TV9 Bangla

সবজি কাটতে গেলে, রাস্তাঘাটে চলতে গেলে ছোটখাটো কাটাছেঁড়ার সম্মুখীন প্রায়শই হই। কিন্তু হাত-পা কেটে গেলে কী করণীয়?

ছোট হোক বা বড়, কেটে গেলে ছড়ে গেলে সবার আগে সাবান দিয়ে ওই অংশ ধুয়ে নিন। তারপর কোনও সংক্রমণরোধী মলম বা ওষুধ লাগিয়ে নিন।

কাটার সঙ্গে যদি রক্তক্ষরণ হতে থাকে, তাহলে ক্ষত স্থানে চিনি দিন। রক্তক্ষরণ থামলে কাটা জায়গায় গজ কাপড় দিয়ে ব্যান্ডেজ করে দিন।

যদি লোহা বা কোনও জং ধরা ও ধারালো জিনিসে কেটে গেলে টিটানাস ইঞ্জেকশন নেওয়া জরুরি। এতে সংক্রমণের ঝুঁকি কমে যাবে।

মলমের পাশাপাশি আপনি প্রাকৃতিক উপায়ে কাটাছেঁড়ার ব্যথা কমাতে পারেন। তার সঙ্গে ক্ষত দ্রুত নিরাময় হয়ে যাবে।

রসুন থেঁতো করে কাটার উপর লাগাতে পারেন। অ্যান্টি-মাইক্রোবিয়াল ও অ্যান্টিবায়োটিক উপাদান থাকায় রসুন কাটাছেঁড়ার ব্যথা কমায়।

ক্ষত স্থানের প্রদাহ কমাতে তাজা অ্যালোভেরার নির্যাস বা জেল লাগাতে পারেন। এতে ক্ষত স্থানে কাটার দাগও তৈরি হবে না।  

কাটার উপর কাঁচা হলুদের পেস্ট লাগাতে পারেন। এতে থাকা অ্যান্টিসেপটিক ও অ্যান্টিবায়োটিক উপাদান দ্রুত ক্ষত নিরাময় করে।