21 June 2024
করোনার পর এবার কড়া নাড়ছে এই মহামারী!
credit: istock
TV9 Bangla
করোনা মহামারীর আতঙ্ক এখনও কাটেনি। করোনায় আক্রান্ত হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। কার্যত সমাজ-বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল মানুষ।
করোনার আতঙ্ক কাটতে না কাটতে এবার উদ্বেগ বাড়াচ্ছে বার্ড ফ্লু। এটা পরবর্তী মহামারী হতে পারে বলে আশঙ্কা রবার্ট রেডফিল্ডের।
সাধারণত হাঁস-মুরগি থেকে বার্ড ফ্লু ভাইরাস H5N1 ছড়ায়। এতদিন পর্যন্ত বার্ড ফ্লু মুরগির মধ্যেই ছিল, সম্প্রতি মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে।
মার্কিন রোগ নিয়ন্ত্রক ও প্রতিরোধ কেন্দ্রের প্রাক্তন আধিকারিক রবার্ট রেডফিল্ডের আশঙ্কা, বার্ড ফ্লু-তে মৃত্যুর সংখ্যা কোভিডে মৃত্যুর তুলনায় বেশি হবে।
রেডফিল্ড জানান, কোভিড-১৯ -এ মৃত্যুর হার ০.৬ শতাংশ। বার্ড ফ্লু-তে মৃত্যুর হার ২৫ থেকে ৫০ শতাংশ হতে পারে।
ইতিমধ্যে ভারত-সহ বিশ্বের অনেক দেশেই বার্ড ফ্লু সংক্রমণ মানুষের মধ্যে ছড়িয়েছে। বার্ড ফ্লু-তে আক্রান্ত হয়ে ব্যক্তির মৃত্যুর খবরও শোনা গিয়েছে।
বার্ড ফ্লু একবার মানুষের মধ্যে সংক্রমিত হলে খুব দ্রুত ছড়াবে এবং নতুন মহামারীর মুখোমুখি হতে পারে বিশ্ব।
সারা বিশ্বে এখনও পর্যন্ত ১৫ জন বার্ড ফ্লু-র স্ট্রেন H5N1 দ্বারা সংক্রমিত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। যা উদ্বেহজনক।
আরও পড়ুন