ক্যানসারের নাম শুনলেই আতঙ্ক বেড়ে যায় দ্বিগুণ। বিশ্বের একাংশের মৃত্যুর কারণ এই কর্কট রোগ।
অনিয়মিত ও অস্বাস্থ্যকর জীবনযাপন, ধূমপান, অ্যালকোহল গ্রহণ, অস্বাস্থ্যকর খাদ্যাভাস, দূষণ ও নিয়মিত যোগব্যায়াম না করার ফলে ক্যানসারের সম্ভাবনা বাড়িয়ে তোলে।
ক্যানসার হওয়ার পিছনে জিনগত, পারিবারিক ইতিহাস, বয়স ও লিঙ্গভেদ রয়েছে। শুধু তাই নয় ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে তোলে ব্লাড গ্রুপও।
রক্তের রয়েছে ভিন্ন প্রকারভেদ। মানুষের শরীরের রক্তের প্রধান ব্লাড গ্রুপ রয়েছে, O, A, B, AB।
বর্তমানে বিভিন্ন গবেষণা বা সমীক্ষা বলছে, নির্দিষ্ট রক্তের গ্রুপের কারণে ক্যানসারের সম্ভাবনা বাড়ে।
এক গবেষণা দেখা গিয়েছে, A ব্লাড গ্রুপের চেয়ে B ব্লাড গ্রুপের মানুষের মধ্যে ক্যানসারের ঝুঁকি থাকে।
আবার অন্যদিকে, আরও এক গবেষণায় জানা গিয়েছে, B ব্লাড গ্রুপের মানুষের মধ্যে পাকস্থলী মূত্রাশয় ক্যানসারের সম্ভাবনা থাকে প্রায় ৭২ শতাংশ।
তবে A, B ও AB গ্রুপের মানুষের মধ্যে অগ্ন্যাশয় ক্যানসারের ঝুঁকি বাড়ে। তবে O গ্রুপের মানুষের মধ্যে ক্যানসারের প্রবণতা অনেকটাই কম থাকে।