বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার প্রভাব পড়ে আমাদের শরীর স্বাস্থ্যের উপরে। তেমনই ঝাপসা হয়ে আসে চোখের দৃষ্টি। তবে তার পিছনে অনেকগুলি কারণ থাকে।
তবে বয়সের সঙ্গে ছানির সমস্যা কিন্তু খুব সাধারণ। এতে চোখের উপরে এক আস্তরণ মতো তৈরি হয়। কিন্তু আপনি কি জানেন অল্প বয়সীদেরও হতে পারে ছানির সমস্যা! কেন জানেন?
অল্প বয়সে অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত হয়। ডায়াবেটিসে আক্রান্ত হওয়া কিন্তু ছানি পড়ার সমস্যার অন্যতম কারণ।
সূর্যের অতিবেগনি রশ্মির প্রভাবে অনেক সময় চোখের লেন্স ঝাপসা হয়ে যেতে পারে। তখন ছানি পড়ে।
জীনগত কারণেও কিন্তু হতে পাতে ছানির সমস্যা। কারও যদি বংশে এই সমস্যা থাকে, তবে অনেক সময় অল্প বয়সে ছানি পড়ার আশঙ্কা থাকে।
অল্প বয়সে ছানি পড়ার আর একটা বড় কারণ ‘অ্যাটোপিক ডার্মাটাইটিস’। এটি এক ধরনের অ্যালার্জি। চোখের পেশির কার্যক্ষমতা কমে গেলেও দেখা দিতে পারে ছানির অসুখ।
যাঁদের চোখে খুব বেশি মাইনাস পাওয়ার থাকে অর্থাৎ মায়োপিয়া থাকে, তাঁদেরও চোখে ছানি পড়ার সমস্যা দেখা দিতে পারে। রাতকানা রোগ থাকলেও কম বয়সে ছানি পড়ার ঝুঁকি বেশি।
ছানি প্রতিরোধ করতে হলে সময় মতো চিকিৎসা প্রয়োজন। তাই সময় থাকতে ছানির উপসর্গ চিনুন। ছানি পড়লে কনট্রাস্ট ভিশন কমে যায়, ধূসর লাগে। অল্প আলো বা বেশি আলোত দেখতে খুব অসুবিধা হয়।