29 December 2023
কোলেস্টেরল বাড়ছে, বুঝবেন কীভাবে?
credit: istock
TV9 Bangla
বাড়তি কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকি ডেকে আনে। তাই সময় থাকতে খারাপ কোলেস্টেরল বাড়ছে কিনা সে দিকে খেয়াল রাখুন।
খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়লে তার বেশ কিছু লক্ষণ দেহে প্রকাশ পায়। এই উপসর্গগুলো চিনে রাখলে মৃত্যুর ঝুঁকি এড়ানো যায়।
কোলেস্টেরলের মাত্রা বাড়লে রক্তচাপ বাড়ে। ক্রমাগত 130/80 mmHg-এর বেশি রক্তচাপ থাকলে কোলেস্টেরলও পরীক্ষা করিয়ে নিন।
সকালবেলা ঘুম থেকে ওঠাও সময় পায়ে টান ধরে? পায়ের পাতা ফুলে যাওয়া, অসাড় হয়ে যাওয়া বাড়তি কোলেস্টেরলের লক্ষণ।
কোলেস্টেরলের মাত্রা বাড়লে তা রক্তনালিতে জমতে থাকে। এতে রক্ত সঞ্চালন ব্যাহত হয় এবং দেহের বিভিন্ন অংশে ব্যথা হতে থাকে।
কোলেস্টেরল বাড়লে শ্বাসকষ্ট দেখা দেয়। ধমনীকে প্লাক তৈরি হওয়ায় ফুসফুসে রক্ত চলাচল কমে যায়, এতেই বাড়ে শ্বাসপ্রশ্বাসের সমস্যা।
কোলেস্টেরল বাড়লে বুকে অস্বাভাবিক ব্যথা হয়। ঘন ঘন বুকে চাপ অনুভব করলেও কোলেস্টেরল পরীক্ষা করিয়ে নেওয়া দরকার।
চোখের পাতার উপর হলদেটে দাগ দেখা গিয়েছে? এটা কোলেস্টেরলের সাধারণ লক্ষণ। এড়িয়ে গেলে আপনিই বিপদে পড়বেন।
আরও পড়ুন