22 February 2024

পেটে ব্যথা হচ্ছে! লিভার ক্যানসার নয় তো?

credit: istock

TV9 Bangla

একটু কিছু খেলেই পেট ভার হয়ে যাওয়ার সমস্যা অনেকের মধ্যেই দেখা যায়। ফলে খেয়ে ফেলেন অ্যান্টাসিড।                                                          

অনিয়মিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া এখন প্রায় জীবনের অঙ্গ হয়ে উঠছে। সেই সঙ্গে মাথা চাড়া দিচ্ছে ক্যানসারের দাপট।                                                          

আর তার মধ্যে অন্যতম হল লিভারের ক্যানসার। বিশেষজ্ঞদের মতে, অস্বাস্থ্যকর ও অনিয়মিত জীবনযাপনই এই রোগের অন্যতম কারণ।                                                          

কিন্তু কী করে বুঝবেন আপনি লিভারের ক্যানসারে আক্রান্ত? মাঝেমধ্যেই কোনও কারণ ছাড়াই অসহ্য পেট ব্যথা অনুভব হয়।                                                          

মূলত পেটের উপরের ডানদিকে এই ব্যথা হয়। এই ধরণের ব্যথাকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে চললেই বিপদ।                                                          

কারণ এটি লিভারের ক্যানসারের অন্যতম লক্ষণ। তাছাড়া শরীরে ক্যানসার কোষের সংখ্যা বাড়তে থাকলে মূলত খিদে কমে যায়।                                                          

এই ধরণের লক্ষণকে একেবারেই এড়িয়ে চলা উচিত নয়। এই উপসর্গগুলি দেখলেই বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।                                                          

চোখের মণি হলুদ হয়ে যাওয়া বা মূত্রের রঙ হলদে হতে থাকার মতো জন্ডিসের কিছু লক্ষণও কিন্তু লিভােরের ক্যানসারের অন্যতম উপসর্গ।